পর্ব চারঃ সামনে নয়, পেছনে নয়, একই জায়গায় যেন ঘুরপাক
ঘুরে ঘুরে ওই এক বিন্দুতে ফেরা
য়চিনপুর, (যা মনে হয় জাহির ওয়াসিমেরই আরেক আইডি বা তার ছোট ভাইয়ের) একের পর এক আমার পোস্টগুলোয় মন্তব্য করে যেতে থাকল, সবক'টাতেই তসলিমা নাসরিনের নাম করে লেখা ভুয়ো কবিতার কোন না কোন লিঙ্ক। সম্ভবত এই পোষ্টেও সে একটা মন্তব্য করবে, এরপর যখন তসলিমা নাসরিনকে নিয়ে পোষ্ট দেব, আবারও করবে। যা যা সে করেছে.........................................................................................
পোষ্টঃ তসলিমা নাসরিনকে নিয়ে জাহের ওয়াসিমের মিথ্যাচার
য়চিনপুর বলেছেন:
তসলিমা নাসরিনের লেখা
Click This Link
য়চিনপুর বলেছেন:
জাহের ওয়াসিমের লেখা পড়ুনঃ
http://www.prothom-alo.com/detail/news/23028
(চোখ চলে যায় দেখব তারে)
পোষ্টঃ জনৈক এক তসলিমা নাসরিন বিদ্বেষী'র চরিত্র
য়চিনপুর বলেছেন: হেহেহে
(আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়)
পোষ্টঃ ভালবাসা আর কতদূর ?
য়চিনপুর বলেছেন: ভাই তসলিমার একটা কবিতা দিলাম একটু দেইখেন
Click This Link
(তোমাকে একটু দেখতে ইচ্ছে করে)
পোষ্টঃ তসলিমা নাসরিনের কয়েকটি অসাধারণ কবিতা
য়চিনপুর বলেছেন: ভাই তসলিমা আপুর কবিতা নিয়ে একটা ব্লগ সাইট খোলা হয়েছে।
http://www.toslimanasrin.blogspot.com/
পড়তে পারেন।
কমেন্ট দিন
য়চিনপুর বলেছেন: ওই বেটা তোর লজ্জা আছে? না থাকলে তস্লিমার লজ্জা পড়
(তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায়)
আমার মেজাজ সপ্তম সুরে বাজতে থাকল। খুব ভাল করেই জানি ব্লগটা জাহের ওয়াসিম নাহয় য়চিনপুরের (কিম্বা জাহের ওয়াসিম ওরফে য়চিনপুরের) খোলা।তসলিমা নাসরিনের কোন দরকার নেই ব্লগ খুলে কবিতা লেখার। বহুত পত্রিকা প্রকাশনী তাঁর কবিতার জন্য ধর্না দিয়ে বসে আছে। সবচে বড় কথা হল, য়চিনপুর কয়েকদিন আগে ব্লগ খোলা নিয়ে সাহায্য কামনা করে পোস্টও দিয়েছিল সামহ্যয়ারে।
(চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে)
তবু গেলাম। এবং গিয়ে জাহের ওয়াসিমের অপূর্ব কাব্যপ্রতিভার জোস্না আবিষ্কার করলাম।
এবং সেই সাথে আবিষ্কার করলাম জাহের ওয়াসিমের অজ্ঞানতার লোগো ।
(দেখা না দেখায় মেশা)
পর্ব ১ , ২ , ৩ , ৫ , ৬ , ৭
(এই লেখাটা ধারাবাহিক। আকারে কিছুটা বড় বলে একবারে দেয়া গেল না। ধৈর্য ধরুন, প্রতি ৩০ মিনিট পর পর নতুন পর্ব আসবে। পোস্টগুলোও নতুন নতুন পর্বের লিঙ্ক সহ আপডেট হবে। অতি উৎসাহীরা এই লিঙ্কে গিয়েদেখে আসতে পারেন পুরো লেখাটা- "তসলিমা নাসরিনকে নিয়ে তদন্ত কমিশনের রিপোর্টঃ জাহের ওয়াসিম এবং য়চিনপুর দোষী সাব্যস্ত "। সত্যের প্রতি যদি দায়বদ্ধতা থাকে, তাহলে দেখে আসাটাই ভাল, জাহের কিছু করে ফেলার আগে।)