ভাল থাকা
আর হাজারটা যুক্তি দিয়ে মনকে বোঝানো
ভালইতো আছি
এই দুয়ের মাঝে বিস্তর ফারাক।
লেখা প্রকাশের পরেও কখনো কখনো মন খারাপ হয়ে যায়,
যখন দেখি সম্পাদকের কলমের খোঁচায় অদৃশ্য হয়ে গেছে প্রিয় কিছু লাইন,
তুমি আছো তাও প্লে-লিস্ট পূর্ণ বিরহের গানে ।
নিজেকে ভেঙ্গেচুরে তোমার মনের মত করে গড়ি
তারপর আবার অস্তিত্বের সঙ্কটে ভূগি।
তুমি নামক শব্দটা এখন অচেনা আর বিষ্ময়কর ঠেকে
তোমার সোজা কথায়ও স্পস্ট শুনি ভাঙনের শব্দ
প্রতিদিন অনেক কিছু বুঝেও করি না বোঝার ভান
বিশ্বাসের আগুনে পুড়ে পুড়ে অঙ্গার হই রোজ।
সারাদিন মনের মধ্যে তোমার বসবাস
অথচ তোমাকে বলার মত কোন কথা নেই আমার কাছে !
বিজ্ঞান জেনে বুঝেও এখনো চাঁদের মধ্যে বুড়িটাকে খুঁজি,
তোমায় নিয়ে স্বপ্ন বুনি আজও
যদিও ভেতরে ভাঙন ধরেছে বুঝি!
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫১