সার সংক্ষেপ,
সামহোয়্যারইন ব্লগ তার সূচনালগ্ন থেকেই বাংলাদেশের সবধরনের দূর্যোগ মোকাবেলায় কাজ করে গেছে। তারই ধারাবাহিকতায় আকষ্মিকভাবে আগত ২০২৪ এর এই বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ব্লগারদের সহযোগিতা পৌঁছে দিতে ব্লগ সেচ্ছাসেবী টিম অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন।
আমরা স্থানীয় পর্যায়ে খবর নিয়ে যা জানতে পারলাম, ফেনীর বিভিন্ন অঞ্চলে এখনও অনেক মানুষ আটকে পড়ে আছে। পানিবন্দীদের উদ্ধার করতে বিভিন্ন টিম কাজ করছে।
আমরা একটি টিম নিয়ে ফেনী সংলগ্ন এলাকায় পৌছানোর চেষ্টা করব আগামীকাল।
ইতিমধ্যে যারা ত্রান নিয়েছেন তারা সবাই শুকনো খাবার পর্যাপ্ত ভাবে নিয়েছেন, সেখানে রান্নাও হচ্ছে। আমরা প্রায়োরিটি দিচ্ছি:
১। আটকে পড়াদের উদ্ধারের বিষয়টিকে। কারণ মানুষ না বাচলে আমরা ত্রান কাকে দিবো। প্রচুর মানুষ এখনও পানিবন্দী।
২। আমরা প্রাথমিকভাবে বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধ করন ট্যাবলেট, স্যালাইন, দড়ি এবং টর্চ লাইটের গুরুত্ব দিচ্ছি।
৩। উদ্ধারকারী দল এবং আটকে পড়াদের উদ্ধার করতে আমরা প্রয়োজনীয় জিনিস পত্র সংগ্রহ করছি, যেমন বয়া, দড়ি, লাইফ জ্যাকেট, ইত্যাদি।
৪। আমরা আগামীকাল সকাল নাগাদ রওনা হবার চেষ্টা করছি। কিন্তু পিকাপের সমস্যা। মেইন রুটে পানি ও জ্যাম থাকায় বিকল্প পথে অনেকেই যেতে চাইছে না। এর সাথে ভাড়ার ইস্যু প্রকট।
৫। আমি ২০০০ বোতল পানি, ২০ টা লাইফ জ্যাকেট এর ব্যবস্থা করেছি। যদি কেউ পানি বা কোন প্রয়োজনীয় সামগ্রী আমাদের মাধ্যমে পাঠাতে চান তাহলে দ্রুত আমাকে জানান অথবা ০১৭০৭০০৮২১৭ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। এটা আমার বিকাশ নাম্বার। যদি কেউ কোন সাহায্য পাঠান, এই (ফেসবুক কিংবা ব্লগের) পোস্টে এবং আমাকে ম্যাসেজ করে লিখবেন - সামু ব্লগার।
৬। যারা ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা পাঠাতে চান, তারা মন্তব্যের ঘরে জানালে আমরা আপনাকে ব্যাংক ডিটেইলস জানিয়ে দিব।
৭। আমরা কিছু ফান্ড রেডী করেছি। সেই অনুসারে আমরা কাজ করছি। ব্লগাররা যদি এই উদোগে যুক্ত হতে চান, তাহলে আমাকে জানান। হাতে খুবই সময় কম থাকায় এই ব্যাপারে হঠাৎ সিদ্ধান্ত নিতে হয়েছে। ফান্ড রাইজের কেউ দায়িত্ব নিলে আমি কিছুটা চাপমুক্ত হব।
৮। যদি কেউ আমার সাথে যেতে চায় তিনি আমাকে জানাবেন। সাতার না জানা কাউকে আমরা যেতে উতসাহ দিচ্ছি না।
সম্মানিত ব্লগার, আকষ্মিকভাবে আগত এই বন্যায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় আমরা কীভাবে আরও ভালো কাজ করতে পারি, সে বিষয়ে আপনাদের মতামত জানা খুবই জরুরি।
বিগত দুর্যোগগুলোর মোকাবেলায় যেভাবে আমরা একত্রে কাজ করেছি, এবারের দুর্যোগেও আমরা আপনাদের সার্বিক উপস্থিতির মাধ্যমে আমাদের ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে যেতে চাই। সুতরাং আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদের সাহায্য করুন।
(কা_ভা ভাই ব্লগে প্রবেশ করতে পারছেন না। আমি উনার সাথে যোগাযোগ করলে আমাকে এটা প্রকাশ করতে বলেন)
____________________________________________________
____________________________________________________
আপডেট: বিকেল ৩.৪৫, তাং:২৫/৮/২৪ (বন্যার্তদের কাছে ব্লগারদের সহযোগিতা পৌছে দেওয়ার চিত্র। )
প্রচন্ড ক্লান্ত, তাই সংক্ষিপ্ত ভাবেই সব কিছু লিখছিঃ
ব্লগারদের পক্ষ থেকে ফেনীতে বন্যা কবলিত মানুষদের মাঝে বিতরনের জন্য দুই হাজার পাঁচশ বোতল পানি, দুইশটি পরিবারের জন্য ম্যাচ লাইটার, সাবান, কয়েল বিতরনের জন্য প্রদান করা হয়েছে। আমরা এই মুহুর্তে কোন শুকনা খাবার প্রদান করি নাই। আমাদের এই কাজে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবক সাহায্য করেছে পাশাপাশি প্রচেষ্টা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকরাম উদ্দিন আবিরও আমাদের অনেক হেল্প করেছেন। আমরা এই ক্যাম্প থেকেই বিভিন্ন জায়গায় ত্রান নিয়ে গেছি।
শহরের ভেতরে স্টেশন রোডের কোমর পানির স্রোত ঠেলে যেতেই প্রচন্ড কষ্ট হয়েছে। সেখানে গলা সমান পানিতে গেলে কি পরিমান কষ্ট সেটা অনুধাবন করলেই বুঝতে পারবেন কেন এখনও সবাইকে উদ্ধার করা যাচ্ছে না। এই স্থানে ইঞ্জিন বিহীন নৌকার কোন ভুমিকা নাই। অর্থাৎ শহরের ভেতরে নৌকা দিয়ে যাওয়া আসা করা গেলেও শহরের বাইরে ইঞ্জিন বিহীন নৌকা নিয়ে যাওয়া মানে অহেতুক বিপদ ডেকে আনা।
তবে অনুগ্রহ করে হুজুগে ১০/১২ জন মিলে কাউকে ত্রান দিতে আসতে মানা করুন।
একই স্থানে বার বার ত্রান দেয়া থেকে বিরত থাকুন। সামনে আরো অনেক ত্রানের প্রয়োজন পড়বে। আমি স্থানীয়ভাবে খোঁজ নিয়ে আপনাদের জন্য সঠিক তথ্যের ব্যবস্থা করছি।
যে সকল ব্লগাররা সাহায্য পাঠিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এখন পর্যন্ত আমাদের মোট সংগ্রহীত অর্থঃ ৩২,৫০০/-
পানিঃ ২৪০০ x ৯.৫ = ২২,৮০০/- ১০০ পিস ফ্রি।
মোমবাতিঃ ৪০০ x ১০ = ৪,০০০/-
সাবানঃ ২০০ x ২০ = ৪,০০০/-
মশার কয়েলঃ ২ কার্টুন = ১৪৪০ টাকা
ম্যাচ লাইটঃ ৪ বক্স = ২০০০ টাকা
লাইফ জ্যাকেট ১০ টা = ৬৫০০ টাকা
পিকাপ ভাড়া = ১৩,০০০ টাকা
মোট খরচঃ ৫৩ হাজার ৭৪০ টাকা।
আমার মোবাইলের ক্যামেরার ভেতর সম্ভবত বৃষ্টির পানি বা ঘাম প্রবেশ করায় তা ঠিক মত কাজ করছে না। সত্যি বলতে, আমার এখানে ছবি তোলার কোন মন মানসিকতা ছিলো না। তাই আপনাদের জন্য প্রয়োজনীয় ছবি সংগ্রহ করতে পারলাম বলে ক্ষমা প্রার্থী। ভিডিওটা লিংকে যুক্ত করলাম।
____________________________________________________
____________________________________________________
আপডেট: সোমবার রাত, ০১:০৭ (২৬-০৮-২৪)
নোয়াখালী বা লক্ষীপুরে আছেন এমন ব্লগারদের নিকট অনুরোধ, অনুগ্রহ করে আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করুন।
১। আপনার এলাকার বন্যা পরিস্থিতি।
২। দুর্গত মানুষদের মধ্যে কোন গণ ত্রান সাহায্যের প্রয়োজন আছে কি না? প্রতিটি এলাকায় কিছু পরিবার থাকে দরিদ্র, তাদেরকে কেন্দ্র করে এই ধরনের দাবি করবেন না।
৩। এমনটা হলে, আপনার এলাকার নাম, যোগাযোগের নাম্বার জানাবেন এবং আপনার এলাকায় পৌছানোর বিস্তারিত জানাবেন। আমাদের স্বেচ্ছাসেবীদের মধ্যে কেউ আপনার এলাকা ভিজিট এ যাবে।
____________________________________________________
____________________________________________________
আপডেট: সোমবার, বিকেল, ৫:৫৮ (২৬,০৮.২৪)
বন্যায় আমাদের কোন ব্লগার যদি ক্ষতিগ্রস্থ থাকেন, তাহলে প্লীজ আমার সাথে দ্রুত যোগাযোগ করুন। আমরা স্থানীয় পর্যায় থেকে তথ্য সংগ্রহ করতেছি। আপনারা সম্ভব হলে তথ্য দিয়ে সাহায্য করুন।
নোয়াখালীর বন্যা তথ্য দিয়ে সাহায্য করার জন্য ব্লগার এরিসকে ধন্যবাদ।
অনুগ্রহ করে কেউ যদি আমাকে কোন সাহায্য পাঠান, নিজের নাম প্রকাশ করতে না চাইলেও আমাকে বিষয়টি জানান, এসএমএস করুন অথবা ইমেইল করুন।
নতুন করে প্রাপ্ত ডোনেশনঃ ৩৫,০০০/-
____________________________________________________
____________________________________________________
সর্বশেষ আপডেট: মঙ্গলবার: ০০:৩৩ (২৭,০৮.২৪)
এখন পর্যন্ত দ্বিতীয় ধাপে সর্বমোট ৪০,৭২০ টাকা সংগ্রীহত হয়েছে। আমাদের পরবর্তী গন্তব্য নোয়াখালী জেলার সেনবাগ এবং মাইজদী। স্থানীয় পর্যায় থেকে আমরা দুর্গম ও দুর্গত অঞ্চলের সংবাদ সংগ্রহ করার চেষ্টা করছি। সেটা নিশ্চিত হলেই আমরা মুভ করব। ইতিমধ্যে সেনবাগ থানার অম্বরনগর গ্রামের একটি আশ্রয়কেন্দ্র ( স্থানীয় চারতলা মাদ্রাসা) এর সাথে যোগাযোগ হয়েছে, সেখানে ৩০০ মানুষ আশ্রয় নিয়েছে। তাদের এই মুহুর্তে দুই দিনের খাবার সংগ্রহে আছে। যদি সেখানে নতুন করে কোন সাহায্য না আসে, তাহলে আমরা সেখানে ত্রান হিসাবে খাবারের ব্যবস্থা করব।
আগামীকাল সংবাদ নিশ্চিত হলে, আমি পুনরায় উক্ত অঞ্চলগুলোতে সরেজমিন ভিজিট করব।
পাশাপাশি যেসকল ব্লগারগণ বন্যার্তদের পাশে দাঁড়াতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।
বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিমের পক্ষ থেকে
কাল্পনিক_ভালোবাসা
০১৭০৭০০৮২১৭
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২৪ রাত ১২:৩৭