জাতির সামনে একটা ফেস্টুন দাঁড় করানো হয়েছে। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকলেই ফেস্টুনে শরীক হচ্ছে। আমি তুমি আমরা থেকে নিয়ে সকলেই অংশ নিচ্ছে বাংলা রক্ষার মিছিলে। জ্ঞানপিপাসুদের তৈরি
এ-ফেস্টুনে ভেদাভেদ ভুলে যুক্ত হচ্ছে নাস্তিক থেকে ধর্মান্ধ মোল্লা মৌলভী
সকলের সাথেই যুক্ত হয়েছে ধনী-গরিব উঁচু-নিচু কুল
দূরত্ব দূর করে দাঁড়িয়েছে সেখানে পতিতা রমনী,
কাঁধে হাত রেখে তার প্রধানমন্ত্রীর শহীদ পিতা; বঙ্গবন্ধু। পেছনে তাঁর হাজারো শহীদ মুক্তিযোদ্ধা।
দাবী একটাই, সাম্য প্রতিষ্ঠা।
অথচ এভাবেই প্রত্যেকের ঘুম ভাঙে; ঘুম না আসা চোখে
লেখকের ভাঙে স্বপ্ন।
রাজপথ হয় লাল।
রক্তের লাল।
অন্ধকার মুছে দেওয়া লাল।
ফেস্টুন চিরে রাজপথে বেড়িয়ে আসতে চায় খোদার আবাবীল।
রাতের অন্ধকার লুটেপুটে খেয়ে নেয় ঈস্বরী বীরঙ্গনা বোনের দেহ, ভাইয়ের রক্ত।
সকলেই নিজেদের ভুলে গিয়ে খোঁজতে থাকে লেলিহান অগ্নি। অগ্নিরথ নিয়ে জন্ম নেওয়া ভোরের আলোকে বিজয়ের পোষাকে আবৃত করতে শহীদ হয় আবু সাইদ, ফারুক, ওয়াসীম সহ নাম না জানা অনেক রক্তের আত্মীয়। ফেস্টুন টিকে যায়, মুক্তির অপেক্ষায়। শহীদের রক্তের শ্লোগানে। অথচ এই শ্লোগানে ঘুম ভাঙে না রাষ্ট্রদ্রোহীদের। বঙ্গবন্ধু কন্যার। বুদ্ধিজীবীদের।
২১-১৮
১৬-০৭-২৪
আলেজান্দ্রিয়া, ইতালি
ছবি:ইন্টাননেট
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২৪ রাত ১:৪৪