বন্যা বৃহৎ সুনামগঞ্জ বাসীর কপালের লিখন নয়। এটা আমাদেরই সুপরিকল্পিত কার্যক্রমের অভাবের কারণে আমাদের মাথায় প্রত্যেক বছর আছড়ে পড়ে। প্রত্যেক বছর আসা মানব সৃষ্ট বন্যার পানি আমাদের সুনামগঞ্জ বাসীর জন্য দুর্ভোগ ছাড়া অন্য কিছু নয়।
আমরা লক্ষ্য করলে দেখব, প্রত্যেক বছর এই এলাকাগুলোর সরকারি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যাক্তিরা বন্যা মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়ে থাকেন। কিন্তু বছর ঘুরতেই যেই লাউ সেই কদু। কোন কোন এলাকায় চতুর্দিকে পানি নিয়ন্ত্রণের জন্য বাঁধ দাঁড় করানো হয়। কিন্তু এলাকার পানি নিষ্কাশনের দুর্বল ব্যবস্থার কারণে এলাকার ভেতরকার বৃষ্টির পানিই সেই এলাকার জন্য বন্যার কারণ হয়ে উঠে। আবার কিছু এলাকার মানুষ বছরের পর বছর বন্যার দুর্ভোগ সহ্য করে থাকেন ভাগ্যের উপর দোষারোপ করে। তারা ভাবেন এটাই তাদের ভাগ্য।
এ বিষয়ে অনেকের সাথে আলোচনা করতে গেলে নিচের প্রশ্নগুলো বারবার উঠে আসে। যেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, পাশাপাশি নিকটস্থ জনদরদী মানুষদের সাথে নিয়ে উদ্যোগ নিতে পারি।
প্রশ্নগুলো এরকম:
#বন্যার কারণে যে মানুষগুলো মারা যাচ্ছে তার দায় কার?
#মানব সৃষ্ট বন্যার পানি নিয়ন্ত্রণের জন্য নেওয়া কার্যক্রম প্রত্যেক বছর ব্যর্থ হয় কেন?
#বন্যার পানি নিয়ন্ত্রণের জন্য নেওয়া কার্যক্রমের মধ্যে যে ভুলগুলো থাকে সেগুলো সংশোধন হচ্ছে না কেন? হলে তা বন্যা মোকালবেলায় ব্যর্থ কেন?
#কার্যক্রম বাস্তবায়নের পরবর্তী এক-দুই বছরের মধ্যে কেন আবার সাধারণ মানুষকে বন্যার জন্য দুর্ভোগ পোহাতে হয়?
#বছরের পর বছর একইভাবে বন্যার কারণে দুর্ভোগ পোহানোর দায় কি কেবলই জনপ্রতিনিধিদের?
#বন্যার পানি মোকাবেলায় কি সাধারণ মানুষের কিছু করার নেই?
#বন্যার দুর্যোগ থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে কেন যথেষ্ট পরিমাণে সচেতন করা হচ্ছে না?
#সাধারণ মানুষকে কীভাবে সহজে সচেতন করা যায়?
#কিভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে বন্যার দুর্ভোগ থেকে নিজ নিজ এলাকাকে মুক্তি দেওয়া যায়!
মোটকথা হচ্ছে, আমরা আমাদের দায়িত্ব আদায়ে সচেষ্ট হলে কি সম্ভব নয় আমাদের আপনজনদের এই বন্যা থেকে মুক্তি দেওয়া।
ছবিতে প্রকাশিত এই তিনটি শিশু (বয়স যথাক্রমে ১২-৮-৩) কিছুদিন পূর্বে বন্যার কারণে মারা গিয়েছেন।
জ্ঞাতব্য, আমার পূর্বে অনেকেই বন্যা মোকাবেলায় কী করা যায় সে বিষয়ে সুপরিকল্পিত, তথ্যবহুল ও বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করেছেন, তাদের সবার নিকট কৃতজ্ঞতা আদায় করছি। তাদের মধ্যে এই মুহুর্তে ব্লগার আহমেদ জী এস দা'র “এখানে এক নদী ছিলো” সাম্প্রতিক বন্যা নিয়ে একটি হুতাশন ..........." শিরোনামের লেখাটি মনে পড়ছে, সকলের পড়া প্রয়োজন মনে করছি।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০২৩ সকাল ১০:১৬