১৯০৭ সালের মে মাসের ২ য় রবিবার ছিল আন্না জার্ভিসের মায়ের (Ann Maria Reeves Jarvis.) মৃত্যু বার্ষীকি । সেই দিনটিকেই আন্না জার্ভিস মা দিবস হিসেবে পালন করেন। এবং রাজনীতিবিদ, ব্যবসায়ী, ও সমাজের অন্যান্য গুরুত্বপূর্ন ব্যক্তিদের কাছে এই দিনকে মা দিবস হিসেবে পালন করার জন্য ও সরকারীভাবে ঘোষনা করার জন্য চিঠি লিখতে শুরু করেন ।
সবাইকে মা দিবসের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন আন্না জার্ভিস । পরের বছর Philadelphia রাজ্যজুড়ে পালিত হয় মা দিবস।
১৯১৪ সালে উড্রো উইলশন নামের আমেরিকান প্রেসিডেন্ট দিবসটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দান করেন।
সবশেষে শুধু এতটুকু বলতে চাই -
You were my fairy tale princess,
So much larger than life.
You were my angel and my witness
Through all my pain and strife.
At times you made me angry,
Great words I would proclaim
How someday you'd be sorry.
You were the one to blame.
But when I needed comforting
You always found the time.
Your words were more soothing
Than days of childhood sublime.
Now the distance holds us apart,
The boundaries have no end.
I'll hold the memories in my heart.
You're my mother, my best friend.
- কবিতাটি আসল লেখক কে আমার জানা নাই। তাই লেখকের নামটি দিতে পারি নাই, এই জন্যে আমি দুঃখিত। -