- হ্যালো বাপজান কেমন আছো?
- জী আব্বু ভালো।
- তোমাকে না বলেছি আমাকে কোকিলের মতো কু কু করে আব্বু-টাব্বু ডাকবে না। এতো মিঠা সুর আমার সহ্য হয় না। কথা কানে ঢুকে না কেনো?
- ভুল হয়ে গেছে আব্বা।
- দ্বিতীয়বার যেনো আর ভুল না হয়। শোনো, তোমার জন্য কনে ঠিক করেছি।
- আব্বা আমি তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম মাত্র। আপনি কি এখন আমার বিয়ে দেবেন?
- বিয়ের বয়স তোমার এখনো হয় নাই। এখন তোমার প্রেমের বয়স। প্রেম-ট্রেম কি কিছু করতে পারলে?
- প্রেম আমি করি না আব্বা।
- প্রেম তুমি করো আর নাই করো বিয়া তোমাকে জয়াকেই করতে হবে। কথা যেনো মনে থাকে।
- জয়া কি আমার কনের নাম আব্বা?
- সে এখনো তোমার কনে হয় নাই, ভবিষ্যতে হবে। জয়ার মতো মেয়ে তোমার কনে হলে সেটা তোমার ভাগ্য। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো আর অক্সফোর্ডে পড়ো, জয়ার বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলের ধারে কাছেও তুমি যেতে পারবে না। অত্যন্ত মেধাবী মেয়ে। তোমার আব্বাও আজ পর্যন্ত তার মেধার কোন কূল কিনারা খুঁজে পেলো না।
- আব্বা তাহলে তো আমি এই মেয়ের উপযুক্ত বর না। এই মেয়ে একদম ভিন্ন জাতের।
- তুমি যে অনুপযুক্ত সেটা আমিও জানি। জাত ভিন্ন হলেও কোন সমস্যা নাই। গাধাকে মানুষ করার ফর্মুলা সে জানে।
# ঘাতক (রহস্য উপন্যাস)
# তাহসিনুল ইসলাম
# প্রকাশকালঃ অমর একুশে বইমেলা-২০১৫
# প্রকাসনাঃ জাগৃতি প্রকাশ
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯