ঠাকুর-রবি উঠলো জ্বলে
সাইয়িদ রফিকুল হক
বাংলাভাষা ছিল ভীষণ অন্ধকারে,
ঠাকুর-রবি উঠলো জ্বলে চারিধারে।
বিশ্বসভায় পড়ে গেল হইচই কত,
রবি-গুণে সাহিত্যপ্রসূন ফুটলো শত।
বাংলাভাষার হতো নাকো এত সুবাস,
যদি না এই রবীন্দ্রনাথ ফেলতেন নিঃশ্বাস।
ভাষার কুলে উঠলো জেগে স্বপ্নসিঁড়ি,
তাঁরই স্নেহে কবিরা দেন হামাগুড়ি।
বিশ্বকবি হলেন তিনি নিজের গুণে,
সবার কাছে কবিগুরু দেখুন শুনে।
বাংলাভাষার গর্ব তিনি চিরকালের,
ফুল শুকায় না কখনো তাঁর কাব্য-ডালের।
সাইয়িদ রফিকুল হক
০৮/০৫/২০২২
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২২ রাত ১০:৩৪