তোমার হাসি দেখবো বলে
সাইয়িদ রফিকুল হক
চাতকপাখির মতো কী এক আশায় বসে থাকি
দিনান্তে দেখবো তোমার মুখের হাসি,
সারাটি দিন কেটে যায় অপেক্ষার প্রহর গুনে
কখন বলবো তোমায় একটু ভালোবাসি!
তোমার হাতের একটু ছোঁয়া পেতাম যদি
একনিমিষে হয়ে যেতাম আমি ধন্য,
একটুখানি ভালোবাসা জাগবে কি এই দুনিয়ায়
তোমার মনে শুধু এই আমার জন্য?
তোমার মুখের মধুর হাসি দেখতে পেলে
মেঘ জমবে না আমার মনের আকাশে,
কদমফুলের মতো তোমার মনোলোভা হাসি
ভেসে আসে ঘ্রাণ যেন তাই বাতাসে!
দিনটি আমার কেটে যায় কঠিন-সংগ্রামে
তোমার হাসি দেখবো-দেখবো করে,
কত যে আশায় বুক বেঁধে বসে থাকি
তবু যে মেঘ জমে মনের আকাশ-ভরে!
আকাশের তারার সাথে ভাব জমালে এতোদিনে
একটি তারা দেখা করতো আমার সঙ্গে,
তুমি এমনই অধরা হলে আমার কাছে
তবু তো আমি দেবো না রণে ভঙ্গে!
তোমার মুখের মধুর হাসি দেখবো বলে
বসে আছি আশা নিয়ে চাতকপাখি হয়ে,
এবার বন্ধু তুমিই দাও না বলে হাসিমুখে
কবে পাবো তোমায় আরও দুঃখ সয়ে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/০৪/২০১৬
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৪