কিযে একটা করোনা এলো বিশ্ব মাঝে
ঝরেই যাচ্ছে প্রাণ সুবাস;
ফুল সবই ফুটার আগে নেতিয়ে পড়ে
কেমন খেলা এ কি সর্বনাশ।
ধরনী বুকে এলো দুর্যোগ হয়নি ভোর
তারই আগে সন্ধা নামলো;
এলো না বর্ষা অঝোর বৃষ্টি মেঘ গর্জন
খাল বিলও শুকিয়ে গেলো।
ডাক্তার নার্স, যাদের ধর্ম সতত সেবা
এখন তবে তারাই কাহিল;
কোথায় যাবে আম জনতা এ দুর্দিনে
হচ্ছে বড়ো মৃত্যুর মিছিল।
কত নামই যাচ্ছে মুছে অতল গভীরে
চলে যাচ্ছে, কত প্রিয়জন;
সময় কত অতীত হলে, মিলবে পথ
বাঁচবে দেশ হাসবে জনগণ।
বাংলার সে একাত্তরে যখন মুক্তিযুদ্ধ
কত উড়ত বোমারু বিমান;
কি মসজিদ বা মন্দিরে মানুষ যেতো
কে যায় আজ সর্বত্র বিরান।
JULY 20, 2020
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৭