দূরের ডালি আসলে কাছে তাকাও বিরাগ রক্ত আঁখে
পূর্বকালের কাব্য কথন হারায় প্রেমের বিষম প্রকার
নখর তখন মুখ্য যতই হোক না পাখির ডানার প্রসার
কেমন অবাক প্রেমের শকট হঠাৎ কখন কোথায় থেমে
চাওয়া পাওয়ার অতীত চোখের অলীক আদর হটিয়ে দিল
নগ্ন একা র’লাম পড়ে ভাঁড়ার ঘরের আচমকা রোদ
অনভ্যাসের স্বর্গপ্রসূন ভুলটি আমার পুড়িয়ে দিল
যুগলপদের প্রসাদ পেলাম প্রেমের গোলাপ তুলতে এসে
অনিশ্চিতের পাল্লাভারী ঘুরপথে আজ সইতে হল
কথাটি তো আগেই ছিল ঢের জানা তাই অবাক হলাম
বৃথাই এ মন তোমার কাছে অন্য কিছু চেয়েছিল