কামরুল হাসান মঞ্জু ১৯৫৬ সালের ১৬ জানুয়ারি যশোরে জন্মগ্রহণ করেন। তিনি আবৃত্তিচর্চার পাশাপাশি লেখালেখিও করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, শক্তি চট্টোপাধ্যায়,পূর্ণেন্দু পত্রী, জয় গোস্বামী, সুভাষ মুখোপাধ্যায় থেকে শুরু করে সৈয়দ শামসুল হক, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণের মতো বিখ্যাত কবিদের কবিতা তার কণ্ঠেই তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা লাভ করে। তার আবৃত্তি করা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা ‘চে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়’ ব্যাপক জনপ্রিয় হয়।
গত ২১ সেপ্টেম্বর ২০১৯ শনিবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিকের বাসায় নাস্তার টেবিলে হঠাৎ বমি শুরু করেন মঞ্জু। এ অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর।
সংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখ ছিলেন তিনি এবং রেখে গেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক গুরুত্বপূর্ণ অনেক অবদান।
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:৪০