সুলতানা রিজু।
অন্ধকার রাতে কয়েকটি জোনাকি ছিল
যথেষ্ট আমার পথ চলায়।
একাকী প্রহর বিষন্ন সময় আমাকে
কুড়েকুড়ে খায়,
ব্যথায় নীলকণ্ঠ হয়ে রই।
ব্যথা যেন হৃদয়ের বিস্তৃর্ন এলাকাজুড়ে
বিষ খেয়ে নীল ফসলের ক্ষেত।
সময়কে বুঝতে পারি, পথকে হারাতে থাকি,
কুয়াশা চাদরে ঢাকে অস্থির সময়।
সময়কে পেছনে রেখে, দূর্গমপথ পারি দেব-
এমন ধৃষ্টতা আমাকে আকৃষ্ট করে সহসাই।
যার আকুতি বয়ে যাওয়া নদীর মত --
তাতে কি এসে যায়, আমার তোমার
অথবা এপৃথিবীর।
সময় এবং পথ দু'জনেই দু'জনার।
সুদীর্ঘ পথ যেন----
সুখী জীবনের উপন্যাস লিখে, রাত শেষে
স্বস্থির নিঃশ্বাস।
গন্তব্যে পৌঁছে থেমে থাকে নিস্তব্ধ বিবরে।
মরীচিকার মত অনেক দূরে,
কল্পনদীর সুক্ষ কিনারায়।
সময়টা এগিয়ে সর্বকালের শ্রেষ্ঠ
বিবরণ বর্ননায়।
দূর্গমপথ, অস্থির সময় কখনই
সমান্তরাল নয়।
দিশেহারা পথ হয়ে কেবলি সময়কে
হারাই।
ধরতে পারিনা তাই কিছুতেই।