সুলতানা রিজু।
বৃষ্টি ভেজা পাখির মত ভারী ডানা দিয়ে উড়তে চেয়েছি
পথের দু'ধারে সোনালী সূতোয় বুনে আমার মুগ্ধতা।
ঘরে ফিরেছি এক মায়াবী আকর্ষণে --
বাতাসে বাতাসে ভাসিয়েছি আমার ভালবাসা
ক্যারিয়ার হাতে দমকে ঝমকে চলেছি সুখের সন্ধানে,
ফানুসের মত উড়িয়েছি আমার মনের নহলশ্রী।
আঠারটি বছর আমি ফেলে এসেছি এই বৈশাখে,
এখন উনিশে আমার পা।
ক্লান্ত দেহ মনে শেফালি ফুলের সৌরভ মেখে
সন্ধ্যার আধো আঁধারে ভাঙা জানালার শার্শি হাতে
দাঁড়িয়ে থেকেছি ঘরে ফেরা পাখির মত।
বাবার স্নেহ মায়ের আদর আমাকে ঢেকেছে সমাদরে।
ক্লান্তির বসনে শুয়ে প্রতিদিন স্বপ্ন দেখেছি
আগামী দিনের শুভ্রতাকে নিয়ে।
কিছু মধুরতা আমি বিলাতে চেয়েছি , তাদের জন্য।।
আমার স্বপ্নের বাঁশিটি বেজে বেজে থেমে গেলো
আচমকা বাতাসে, অশনি সংকেতে ।
তারপর - মনে হয়েছে
আমি এক দুর্লঙ্ঘ সময়ের সাথে লুকোচুরি খেলছি
আর চিৎকার করে কাঁদছি --
আমাকে ফিরিয়ে দাও আমার মায়ের কাছে।
আমি দিয়ে যেতে চেয়েছিলাম একটা সুন্দর পৃথিবী
তোমাদের জন্য, পারিনি।
আমার মায়ের জন্য শুধু রেখে গেলাম বিকেলের
সোনারোদ দু'হাতের মুঠোয় পুরে, আর কিছু শব্দহীন কান্না।
পৃথিবীর জন্য রেখে গেলাম ---
একচিলতে নূপুর ঝোলানো একখানি পা'।
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***