সুলতানা রিজু।
অরন্য তুমি আছোত বেশ
ফুল পাখি পাতা নিয়ে তোমার আঁধার ভূবনে।
কখনো পারলেনা হৃদয়ের ভালবাসা নিতে।
কখনো দেখতে পেলেনা এমন পৃথিবী
যেখানে একখানি আকাশ থাকে একা
পৃথিবীর বুক জুড়ে ।
দেখেছো কি এমন রাত , জোছনাকে হারিয়ে
আঁধারের হাত ধরে সারারাত জেগে থাকে
ছায়াপথ ধরে।
দেখেছো কি এমন , ভালবাসা মরে যেতে !
রাতকে ভালবেসে ফুলেরা মরে যায়
সকালের বুকে।
দেখেছো কি কভু এমন হৃদয় --
যে হৃদয় অন্ধকারে ডুবে থাকে এক আকাশ
জোছনাকে ভেবে।
দেখেছো কি তুমি ! কেমন করে
আস্ত একটা সন্ধ্যা থাকে বিকেলের বুকে ,
কেমন করে একটা চাঁদের আলো ঢাকে রাতের আঁধার।
দেখেছো কি এমন পাখি , যার চোখে চোখ রেখে
হারিয়ে গেছি আমি ঠিকানা বিহীন এক
চোরাবালি ঝড়ে ।
অরন্য , যদি তুমি পার ---
এতকিছু থেমে যেতে পারে ক্ষণিক হেসে।
মুখর বাতাসে ওড়া সূর্য ওঠার বেলা তোমার
চোখের আগুনে পুড়ে, আমার চুলের ভাজে
একটুখানি বৃষ্টি এনে মেখো।
যদি হাতদুটি ধর একমুঠো স্বপ্নদেবো দু'হাত ভরে
তোমার চোখে রেখো।
সারাদিনের ক্লন্তিভার চোখেরকোনে রেখে ঝরনার মত
বয়ে যাবো নিরবধি তোমার বুকে।
তারিখ ----৩১/ ৩/২০১৯।
বরিশাল।