সুলতানা রিজু।
স্বাধীনতা স্বাধীনতা আমার স্বাধীনতা।
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা ছিলে
স্বাধীনতা তুমি একাত্তুরের সম্মান
নিঃস্ব বিরঙ্গনার।
এখন তুমি দামাল ছেলের যুদ্ধ যুদ্ধ খেলা
নিয়ন বাতির আলো আঁধারে নেশানেশা ঘোরে থাকা।
স্বাধীনতা তুমি খোলা রাজপথে রক্তের হলি খেলা
স্বাধীনতা এখন তোমার,
মায়ের বুকে লাশ হয়ে পড়ে থাকা।
স্বাধীনতা স্বাধীনতা
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা ছিলে।
স্বাধীনতা তুমি ঠকিয়ে আমাকে
চলে গেছো সেই ছেলেটির কাছে
যার হাতে লাঞ্ছিত হয়েছে তোমার
মা বোনের সম্মান সকলের সম্মুখে।
স্বাধীনতা তুমি আমার স্বাধীনতা ছিলে।
স্বাধীনতা তুমি হেরে গেছ বারেবারে
তোমার স্বাধীন ইচ্ছের কাছে।
গুটিগুটি পায়ে চলে গেছ তুমি
লাশের সারির পিছে।
স্বাধীনতা স্বাধীনতা !
শুধু বিল বোর্ডে লিখে----
"এ আমার স্বাধীনতা। "
স্বাধীনতা তুমি কোথায় আছো,
কেমন আছো !
একবার ভেবে দেখো।
এখন তুমি বাংলা মায়ের বুকের ভেতর
আহাজারি করে কাঁদো।
তারিখঃ ১৫/৩/২০১৬.।
বরিশাল