সুলতানা রিজু।
অবশেষে -
ক্লান্তির দুয়ারে দাঁড়িয়ে আমি
আকাশকে বলছি ডেকে -
আজ রাতে আমার চোখে মেঘ এনে
একটুখানি বৃষ্টি দিও।
মুছে দিও হৃদয়ের সব ক্লান্তিভার।
এত্ত ভার বইতে পারিনা আর।
কষ্ট ব্যথায় ভেঙে পড়েছে বুকের
সবকটি হাড়।
মেঘকে বলেছি -
বৃষ্টি শেষে চাঁদকে ডেকে একটুখানি
জ্যোৎস্না দিও
আমার মনের আঙিনায়।
দিও বাঁশঝাড়ের আঁধারে ,
পুকুর ঘাটের নিঃঝুম আলিসায়।
কিছুটা দিও আমার আঁধার রাতের
বিছানো বিছানায়।
রাতশেষে সূর্য তুমি এসো -
সোনালতা নূপুর দিয়ে পায়।
শিউলি ঝরা উঠোনে , মৌ ফুলের বাহারে
গনগনে আগুন ডেকে
একটুখানি সূর্য প্রতাব রেখ।
*সুলতানা রিজু *
তাং ২৪/১২/২০১৬।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩