সময় ১০৫০
আমি এখনও গাড়িতে, চিন্তা করছি গাড়ি মলের পে পার্কিং এ রাখব নাকি বাইরের খোলা মাঠে। মাঠে রাখলে আমাকে ধুলা বালি ভেংগে কিছু পথ হেঁটে মলের ভেতর যেতে হবে, ফ্রি পার্কিং। মলের ভেতর রাখলে ঘন্টায় টাকার হিসাবে ৮৫ হয়, তার উপর ভেতরে শনিবারের ছুটির দিনে পার্কিং পেতে মহা হ্যাপা পোহাইতে হবে। এমনও হতে পারে ঘুরতে ঘুরতে সাড়ে এগারোটার শো শুরু হয়ে গেছে, পার্কিং পেলেও দুই ঘন্টার মুভি আর এক ঘন্টার শপিং হিসেব করলে বারো রিয়াল গুনতে হবে। মাঠেই রাখলাম।
১১২০
টিকেট কেটে বাকি ১০ মিনিট প্রিমিয়াম রাশ এ কাটানোর সিদ্ধান্ত নিলাম। ধুমাধুম বেশ কয়েকটা দোকান ঘুরে দেখি কিছু পছন্দ হয় কিনা। জ্যাক & জোনসে এবারের শার্টের চালান আসছে সব মেইড ইন চাইনা, বাংলাদেশ একটাও পাইনা। যাক শেষে একটা মেইড ইন বাংলাদেশ টি-সার্ট আরেকটা চাইনা শার্ট কিনে ফেলার পরও দেখি হাতে মিনিট দুয়েক সময় আছে! ওয়াশ রুমে যেতে হবে, সিনেমা হলে প্রবেশের আগে অবশ্য করণীয় একটা বিষয়, অন্যথায় হলের এসি'র বাতাসে এক ঘন্টা না কাটতেই প্রচন্ড চাপ আসবে

১১৩৫
সিনেমা শুরু হল, প্রিমিয়াম রাশ! মাত্র কয়জন দর্শক, আমার বামপাশে এক ইন্ডিয়ান বসছে, হালায় বুঝে বা না বুঝে খালি এক্সাইটমেন্ট প্রকাশ করতেছে। ধরেন নায়ক কোন চিপা দিয়ে বেরুবে..... ও আচ্ছা সিনেমার কাহিনী তো ক্লিয়ার করি নাই। নায়ক নিউইর্ক সিটির বাইক মেসেঞ্জার, যার কাজ হল অল্প সময়ে চিঠি বা অন্য কোন প্যাকেজ সাইকেলে গন্তব্যে পৌছিয়ে দেওয়া। তেমন একটা খাম নিয়ে সিনেমায় গ্যাঞ্জাম লাগে, বলে দিব? নাহ তখন আর কোন মজাই থাকবে না।
ঐ ইন্ডিয়ানের কথা বলতেছিলাম, নায়ক অনেক ঘিঞ্জি ট্রাফিকের মধ্যে সাইকেল চালায়া যাবে, কোনদিকে গেলে কিরাম বিপদের সম্ভাবনা আছে সেগুলো দেখাচ্ছে। ঐ গাড়ল ঐগুলারে নায়কের দুর্ঘটনা ভাইবা সমানে চিল্লায়া যাইতেছিল। এমন হয়েছে, আসল দুর্ঘটনায় সে বুঝতেই পারেনাই ঐটা আসল ছিল নাকি ভাবনা(!)

এবং মহা সমারোশে নায়ক নায়িকার চুম্বনের মাঝে সিনেমার সমাপ্তি, রিবস ব্রেকিং এন্ডিং

১৩২০
এইবার সুপ্রিম রাশ! দৌড়ের উপর গো-স্পোর্টস পুরা চক্কর দিয়া কিনার মত কিছুই পাইলাম না, অথবা কিনার জিনিসের তুলনার আমি নিতান্তই মিসকিন! একটা তাঁবুর দাম পঞ্চাশ হাজার টাকা! তবে সাইকেল গুলা দেখার মত, কিন্তু সাধ্যের অনেক দূরে দাঁড়ায়ে ঐগুলা আমারে দাঁত কেলাইতেছিল

ফুটলকার, এক পলক দেখেই বুঝলাম দেখার মত সুজ নাই। মেট্রোপলিস, পুরান যা আছে সেগুলোতে সেল চলতেছে, কুল একটা ব্লু-হোয়াইট ডিসি দেখার পর সেলস গার্ল বলে এটার একটা সাইজই এভেইলেবল, সেটা হল ১২

আল জাবের, যে ঘড়িটায় চোখ পড়েছিল সেটার দাম ২১০০০ রিয়াল


ওজোন এ একজোড়া বুট পেয়েছি, ফেদার ওয়েইট কমব্যাট বুটস। অসাম! খালি একটাই সমস্যা দেশে পরে গেলে লোকে পল্লী বিদ্যুতের লোক বলে ভুল করতে পারে

দৌড়ের উপর নিচতলায় ক্যারিফোরে ঢুকলাম ফটো পেপার এর জন্য, এত কিছু রাখছে তারা বাট ফটো পেপার নাই! একটা হুডি দেখলাম, কোয়ালিটির বিচারে বলতে হয় গ্রেইট প্রাইস, সেরের উপর সোয়া সের- হুডিটা "মেইড ইন বাংলাদেশ"

১৪০৫
দৌড়িয়ে গাড়ির কাছে এসে দেখি গাড়ি এক সেন্টিমিটার পাউডারের নিচে ঢেকে গেছে! সামনে কিছুই দেখা যায়না, ওয়াইপার চালানোর মত বোকাও নই। দিলাম মাঠের মাঝখান দিয়ে টান, বাতাসের ধুলি বাতাসেই ছড়িয়ে দিয়ে আমি রাস্তায়.......... প্রিমিয়াম রাশ!