আজ টাকা দিতে রুপালী ব্যাংক যাই । ব্যাংক এর বেহাল দেখে আমার টাকা জমা দেয়ার খায়েশ মিটে গেল ।
তার কারন গুলা হইলো
১;
এখানে একটা সুপারম্যান সব কাজ করে যে গ্যাস বিল,প্রতিদিন এর ক্যাশ গুনা,একটা শিক্ষা প্রতিষ্ঠান এর টাকা জমা নেওয়া,টাকা প্রদান করে , ইত্যাদি আরো হরেক কাজ একাই করেন । যেখানে অন্য ব্যাংক গুলাতে কমপক্ষে ২ জন থাকে ।
২।সারা ব্যাংক একটা ক্যালকুলেটর দিয়া কাজ করে ।এমন কি সুপারম্যান সহ






৩।
বিদ্যুত না থাকলে ২ জন একটা মোমবাতি শেয়ার করে কাজ করেন।
৪।এখানে কোনও পিওন নাই । তাই কর্মী কে পিওন এর দায়িত্ব ও পালন করতে হয় ।
৫। গার্ড হইলো আমার চেয়ে ও ৪ / ৫ বছরের ছোট একজন
কত সাশ্রয়ই ব্যাংক
সবচে দুঃখ লাগলো সুপারম্যান এর জন্য


কত আশা ছিল ভালো-বাসা ছিঃলো ....................
এটা হইলো কাত্তরান বাজার শাখা-রুপালী ব্যাংক
কে বলে বাঙালি কাম পারে না
কোথায় ডাচ বাংলা ,সিটি ,স্ট্যান্ডডচাটা....................
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১১ রাত ১০:২২