Red Hat 6 Installation Guide. স্ক্রীনসর্ট-সহ
লিনাক্স সম্পর্কে একটু বকে নেই প্রথমে
নতুন এই ভার্সন আপনি পাবেন আপগ্রেড কিছু অপশন যেমনঃ
হেল্প ফাইল থেকে কাট করা কারণ অনেক ইংলিশ শব্দের বাংলা হয় না তাই ইংলিশে লেখা।








Power management:
Power consumption measurement ( ASPM, ALPM ), Automatic power tweaking system with more efficient system power usage.
Next generation networking –
Comprehensive IPv6 support (NFS 4, CIFS, mobile support [RFC 3775], ISATAP support), FCoE, iSCSI, and a new and improved Mac 802.11 wireless stack.
Scalable file systems –
Ext4, ext3. XFS is a high-performance file system that supports extremely large files and is optimized for large data transfers.
Virtualization –
KVM includes performance improvements and new features, sVirt protects the guest and host from unauthorized access, SR-IOV and NPIV deliver high-performance virtual use of physical devices, and libvirt leverages kernel resource management functionality.
Development and runtime support –
System Tap improvements, ABRT is a new framework for simple collection and reporting of bug information, and improvements are made to GCC (version 4.4.3), glibc (version 2.11.1), and GDB (version 7.0.1).
আপনি তিন ধরনের সেটআপ দিতে পারেন
গ্রাফিক্যাল।
কিকস্টার্ট।
টেক্সট বেইসড।
বকা শেষ শুরু করি

Screen sorts
১। সিলেক্ট করুন ইন্সটল অথবা আপগ্রেড এন্ড এক্সিস্তিং সিস্টেম অপশন।
১। সিলেক্ট করুন ইন্সটল অথবা আপগ্রেড এন্ড এক্সিস্তিং সিস্টেম অপশন।
২। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি।
৩। কীবোর্ড টাইপ US সিলেক্ট করি।
৪। ইন্সটল করার মিডিয়া সিলেক্ট করি। যা HDD বা USB যে কোনও একটা দেই । সকল সিস্টেম ইউএসবি সাপোর্ট করে না ।
৫। সময় স্বল্পতা থাকলে ডিভিডি মিডিয়া টেস্ট স্কিপ করি।
৬। এখন গ্রাফিক্যাল ইন্সটলার স্টার্ট হবে।
এখন অনেক তা উইন্ডোজ সেটআপ এর মতো !!!!
৭। নেক্সট বাটন এ ক্লিক করি বা সিলেক্ট করি।
৮। একসেপ প্রি-রিলিস ইন্সটলেশন এক্সিট দেই।
৯। সিলেক্ট করি স্টোরেজ ডিভাইস ।
১০। কম্পিউটার নাম ইন্সার্ট করি।
১১। টাইম জোন সিলেক্ট করি।
১২। রুট ইউজার পাসওয়ার্ড সেট করি।
১৩। কি ধরনের সেটআপ চাই তা উল্লেখ করি বা সিলেক্ট করি।
১৪। রিভিউ করি পার্টিশন লেআউট যদি মোডিফাই করার ইচ্ছা থাকে তা করি। এর জন্য একটা আলাদা পার্টিশন নতুন করতে হবে ।লিনাক্স এ ইএক্সটি ৪ ফাইল সিস্টেম আগে থেকে সেট থাকে চাইলে তা চেঞ্জ্ করা যায়।
১৫। একসেপ চেঞ্জ্ অপশন এ রাইট চেঞ্জ্ টু ডিস্ক( Write change to disk) সিলেক্ট করি ।
১৬।স্ক্রীন এ নতুন পার্টিশন এর কাযক্রম দেখাবে।
১৭। বুট লোডের এর জন্য জায়গা ঠিক করি না থাকালে ক্রিয়েট করি বা থাকলে চেক করি।
১৮। সফটওয়্যার টু ইন্সটল এই অপশন এ সিলেক্ট করুন এটা ( Software Development Workstation and enable Red Hat Enterprise Linux 6.0 Beta Repository)
১৯। সিলেক্ট করুন কাস্তামইজে নও(Now).
২০। ইচ্ছা মতো সফটওয়্যার ইন্সটল করি। যেমনঃ ওয়েব সার্ভিস এর জন্য পিএইচপি , ডাটাবেসে এর জন্য MySql, ডেভেলপেমেন্ত এর জন্য Eclipse IDE ইত্যাদি.
২১।ইন্সটলেশন প্রসেস স্টার্ট হবে। বিভিন্নো প্যাকজ ইন্সটল হবে।
২২। PC রিবুট করুন ,নরমাল ইউজার ক্রিয়েট কারুন ব্যাস হয়ে লিনাক্স সেটআপ।
Screen sorts
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১১ রাত ১২:১৬