বাংলাদেশ প্রাণে মনে ভালোবাসায়।
শহীদের রক্তে বিরাঙ্গনার সম্ভ্রমে
মুক্তিযোদ্ধার অসীম সাহসে
গেরিলার বুদ্ধিদৃপ্ত অবাধ চলনে।
বাংলাদেশ প্রাণে মনে ভালোবাসায়।
প্রিয় কবির আঙ্গুল উঁচিয়ে উদাত্ত আহ্বান
স্বাধীনতা মুক্তি নিজস্ব আবাস
বাঙালির পরিচয়।
নয়মাস রক্তক্ষয় নয়মাস যুদ্ধ
নয়মাস বেইমানী বেকুব পরিচয় রাজাকার।
আগুন, ধর্ষণ, হিংস্রতা, মৃত্যুর মিছিল
গোলাগুলি, রিফিউজি,
আশ্রয়হীন আশাহীন অসহায় করুণ দিশেহারা।
কুখ্যাত ধারনায় মেধাবী বুদ্ধিজীবী হত্যা।
গোপনে জ্বলে উদ্যম সাহস মুক্তিযোদ্ধার আনাগোনা,
আত্মপ্রত্যয়ে বিশ্বাসী মুক্তির আশা।
নয় মাসের অন্ধকার পেরিয়ে
হাসে আপন পতাকা।
স্বাধীনতা মুক্তি বিজয়।
উল্লাশে ফেটে পরে সাতকোটি মানুষ
আনন্দে ফেলে, স্বাচ্ছন্দ্য শ্বাস।
ফসলের মাঠে সবুজ হাসি
দিগন্তে লাল রঙ সূর্য টিপ।
বন্যা, সাইক্লোন দূর্বিক্ষ
অরাজগতা অসততা হানাহানী বিরোধীতা
চারপাশে নানা রকম ফাঁদ, বাঁধা।
তার মাঝে এগোয় মাথা উঁচু করে বাঁচে
বাংলাদেশ প্রিয় বাংলাদেশ
বাংলাদেশ প্রাণে মনে ভালোবাসায়।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:৪৬