বিচিত্র যত বিল্ডিং (পর্ব – ২খ), বিচিত্র যত বিল্ডিং (পর্ব – ২ক), বিচিত্র যত বিল্ডিং (পর্ব – ১)
বড় বড় স্থপতিদের পালা গেলো। এবার ভিন্ন কিছু।
“House Attack”—Vienna, Austria
অনেকেই এটাকে একটা উদ্ভট দালান হিসেবে জানেন। এই ভুল ধারণা দূর করার জন্যই মূলতঃ এটাকে এখানে অন্তর্ভূক্ত করা।
এটা আসলে একটা শিল্পকর্ম।
নীচের ভবনটি হচ্ছে Museum of Modern Art, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
MUMOK ("MUseum MOderner Kunst")
Laurids Ortner, Manfred Ortner এই দুই স্থপতির প্রতিষ্ঠান Ortner & Ortner এর ডিজাইনার। যাহোক এ ব্যাপারে এখানে বিস্তারিত আলাপ করতে চাচ্ছিনা, মূল প্রসঙ্গে যাওয়া যাক।
Erwin Wurm নামের এক প্রখ্যাত অস্ট্রিয়ান আর্টিস্ট, এই শিল্পকর্মটি ডিজাইন করেন। তিনি আর MUMOK মিলে এই শিল্পকর্মটি বাস্তবে রূপ দেন। Strabag, Felbermayr এই দুই নির্মাণকারী প্রতিষ্ঠান আর Knauf নামের মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠানের সহায়তায় এ শিল্পকর্মটি তৈরী হয়। ২০০৬ এর ১৯ অক্টোবর এক প্রদর্শনী উদ্ধোধন করা হলে এটা সবার চোখে পড়ে। যতদিন প্রদর্শনী চলেছে ততদিন এটা ছিলো। প্রদর্শনী শেষ হয়ে যাবার পর এটাও সরিয়ে ফেলা হয়। এর দেয়াল জুড়ে অন্য সময়েও উদ্ভট শিল্পকর্মের প্রদর্শনী হয়েছে।
China - Facing Reality
Erwin Wurm
Wurm এর আরেক শিল্পকর্ম
আসলে জাদুঘরের চৌহদ্দী জুড়েই নানা রকম আজব শিল্পকর্মের প্রদর্শনী চলে। তবে হাউজ অ্যাটাক শিল্পকর্মের জন্যই মূলত জাদুঘরের খ্যাতি তুঙ্গে পৌছে যায়।
মূল ভবনটি বাইরে থেকে সেরকম বিচিত্র কিছু নয়। উল্টো করা বাড়ীটি অনেক আগেই সরিয়ে ফেলা হয়েছে। তবুও ছবি দেখে অনেকেই এটা দেখতে সেখানে যান।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১১