কীভাবে বুঝবো মানুষ ভেতরে ভেতরে এত খারাপ হতে পারে??যাকে এতদিন শ্রদ্ধা করতাম,সে কীনা মুসলমানদের শত্রু।ভাবতেও খারাপ লাগছে।যাই হোক তিনি কীভাবে মিষ্টি বাষ আর ঠান্ডা আগুন আমাদের মধ্যে ডুকাচ্ছেন সেটা আপনাদের সাথে শেয়ার করিঃ
(১)ডাঃ জাকির বলেন,"অনেক নবী ছিলেন।রাম ও কৃষ্ণ নবী হওয়ার ব্যপারে আমরা বলতে পারি হতে পারে।তবে নিশ্চত নই।"(লেকচার সমগ্র,ভলিউম নং-২ পৃঃ,১৬২)
ইসলামের আকিদাঃ যে নবী নয় তাকে নবী বলে অনুমান করা ঈমানের জন্য হুমকি।কোরআন বা হাদিসে যাদের কথা বলা হয়েছে,তাদেরকেই নবী রাসূল বিশ্বাস করতে হবে।
(২)ডাঃ জাকের বলেনঃ"উল্লেখিত দৃষ্টিকোণ থেকে ইসলামের চারজন মহিলা নবী এসেছেন।তারা হলেন বিবি মরিয়ম(আঃ),বিবি আছিয়া(আঃ),বিবি ফাতিমা(রাঃ) ও বিবি খাদিজা(রাঃ)।(লেকচার সমগ্র,ভলিউম নং-১ পৃঃ,৩৫৫)
ইসলামের আকিদাঃ আল্লাহ পাক যত নবী রাসূলগণ পাঠিয়েছেন সবই ছিলেন পুরুষ।কোন মহলাকে নবী বলে পাঠান নাই।যত বড় ওলী বুজুর্গই হোক না কেন তাকে নবী বলা কুফরী।(সূরা মুমিনঃ৭৮).....................................চলবে...,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,