মাঝেমধ্যে সব ছেড়েছুড়ে কোন এক নিরিবিলি দ্বীপে চলে যেতে ইচ্ছে করে। যেখানে থাকবে একটা ছোট্ট কুঁড়েঘর যার সামনেই ঘাটহীন একটা পুকুর। পুকুরের পানি স্বচ্ছ, টলটলে। যাতে পা ডুবিয়ে বই পড়া যাবে, বুকভরে নেয়া যাবে দক্ষিণের বাতাস। থাকবে না আজানের শব্দ, নগরীর হাহাকার আর প্রেয়সীর অভিযোগ। যেখানে কেউ বলবে না এটা করিস না, ওটা করা অসম্ভব।
সেখানে কোন ডেডলাইন নেই প্রজেক্টের, কূটচাল নেই রাজনীতির। সেখানে বসে দু-এক লাইন লিখবো বলে বেঁচে থাকার আকুতি জমাচ্ছি। অর্থহীন অসংখ্য অমানবিকতার যুদ্ধ সেখানে পোঁছাতে পারবে না কোনদিন।
দেয়্যারস নো জাস্টিস ইন হিস্টোরি বলে দীর্ঘশ্বাস না ফেলে সেখানে গড়া যাবে নতুন ইতিহাস। আজন্ম এ সাধনা যেদিন বৃথা যাবে, সেদিন আবার কোন এক অভাজন কোন এক ভাঙ্গা ঘরে বসে গাইবে ইটোপিয়ার গান!
এটি কোন গল্প না, প্রবন্ধ না। অপরিচিত কবির পঙক্তিমালা না। হতাশায় মোড়া এক অভিব্যক্তি মাত্র। সময় নষ্ট করার জন্য দুঃখিত।
ছবিঃ Rainy Night by Richie Fariha
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৪