গল্প কবিতা অথবা উপন্যাস এক প্রকার অপ্রাসঙ্গিকভাবেই প্রনয়-প্রেম আর চাঁদ-তারা আকাশ-বৃষ্টির উপমায় পূর্ন আর রোমাঞ্চের নামকরনে নোংরামি-নষ্টামির উদ্দ্বীপনায় লিখা দিস্তায়-দিস্তায় ভৌতিকতার কিচ্ছা বৈ কিছু নয় নয়া প্রজন্মের বিকৃত আধুনিক মানষিকতা গড়তে।
২০০ লেখকের নূন্যতম ১৭০০-২০০০ গল্প-উপন্যাসের অভিজ্ঞতার আলোকে বললাম''
আর একটামাত্র কোরআন পড়েছি যার মধ্যে বিনোদন,বিজ্ঞান,সামাজিকতা এককথায় ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় সমস্যা সমাধানে সমস্ত কিছুর রয়েছে কার্যকরী সমাধানও।
প্রকৃত মহব্বতের(প্রেমের)গল্প তো কেবল কোরআনেই আমি পেয়েছি;
সাহাবাদের,যোদ্ধাদের,স্ত্রীদের,সমাজপ্রধান,পিতা-সন্তানের,সততা,সত্য,অহিংসা, ধর্মপ্রচার,ত্যাগ,ধৈর্য,ভালবাসা,বুদ্ধিমত্ত্বার বর্ননা মুগ্ধ করে প্রতিবার।
নোংরামিত গল্প শেখায়
আর কোরআন শেখায় ইনসাফ,ন্যায়,দ্বায়িত ও কর্তব্যবোধে করনীয় সমূহের
আপনি নিজে এবং আপনার সন্তানের জন্য ইসলামিক জীবনযাপন গ্রহন করুন এবং জীবনে অন্তত একবার হলেও কোরআনে আছে কি,কেন কি,কি জন্য কোরআন তা বুঝতে তরজমা(বাংলায়)পড়ুন দয়া করে।