১. Thikassse bhaaaaaaaaa???
=> ছাগল করে ম্যা ম্যা আর ভেড়া করে ভ্যা ভ্যা। ব্যাপারনা দুইটাই একই গোত্রের অন্তর্ভূক্ত। ভেড়ার মত ভ্যা ভ্যা না কইরা এই লও কাঁঠাল পাতা চিবাও। তোমার স্ট্যাটাস দেখলে বুঝা যায় তুমি একটা লুজার। আর এই জিদটাই ঝাড়তেছো ফ্যান পেজে। কিছু বেক্কল পোলাপাইন তোমার কথায় প্রভাবিত হইয়া ভেড়ার তিন নাম্বার বাচ্চার মত একই সুরে ভ্যা ভ্যা করে তুমি যে একটা বেক্কোল এইটা সবাই বুঝল। আপচুচ তুমি এখনো বুঝবার পারলা না।
তোমার ভ্যা ভ্যা শুইনা আমার কিছু কথা মনে পইড়া গেলো। রাস্তার পাশে কিছু লোক আছে গলা ফাটাইয়া চিল্লায় তাদের আশেপাশে কিছু লোক জড়ো হইয়া ব্যাপক মনোযোগ দিয়া শুনে (সেই যায়গায় তুমি এবং তোমার প্রান প্রিয় ফ্যানদের কল্পনা কইরা নাও)। গিরায় গিরায় ব্যাথা, হাড্ডিতে হাড্ডিতে ব্যাথা, চুলকানি, খাউজানি, বিখাউজ থাকলে পাগলা মলম লাগান। ভ্যা ভ্যা করা বন্ধ কইরা তোমার প্রতিভা ঐ যায়গায় কামে লাগাও। আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পারতেছি ঐ ব্যবসায়। :-&
২. ৩২টা থাপ্পড় দিয়া ১টা দাঁত ফালাইয়া দিমু
=> দাঁত ফেলার লাইগা থাপ্পড়ের মত থাপ্পড় মারতে পারলে ১ টাই যথেষ্ট। ৩২ টা লাগে না।
৩. অপ্রিয় যত সত্য সহ্য করার ক্ষমতা আছে কি ?
=> ভাইরে সবাই তোমার মত দূর্বল চিত্তের না। এত ভাব না ধইরা যা কওনের কইয়া ফেলো।
৪. ভালবাসার গল্প
=> ভাল একটা বাসা খুঁজতে খুঁজতে মোবাইল দিয়া ফেসবুকে উঁকি মাইরা দেখি ভালবাসার গল্প। মনে করলাম এইখানে তিন বেড, ডাইনিং, ড্রয়িং, তিন বারান্দা, তিন বাথরুমের বাসার খোঁজ পাওয়া যাইবো কিন্তু ঢুইকা দেখি প্রেম ভালুবাসার গল্প শুনাইতে শুনাইতে পাবলিক রে কাইত কইরা ফালাইছে। চোক্ষে পানি আইসা গেলো।
৫. লাগবো না তোর ডিজিটাল বাংলাদেশ,ফেরত দে আমার এনালগ বাংলাদেশ
=> চোখ কান খোলো ভালোমত চাইয়া দেখো দেশ নামেই ডিজিটাল হইছে কামে এখনো এনালগই আছে।
৬. ধুর!!!!ঘুমাইলে আর উঠতে মনে থাকেনা
=> একটা গল্প শুনাই তোমারে। এক পিচ্চি পোলা রাতে ঘুমাইতে যাবার আগে ওর মা রে ডেকে বলতেছে মা রাতে যদি আমার হাগু চাপে তাইলে আমারে ডাইকা দিও।
তখন মা বললো বাবা তোর হাগু তোরেই জাগাইবো আমার তোরে ডাকতে হইবো না। :> :>
কি বুঝলা?
৭. Eida Kisu Hoilo?
=> এইডা যে আসলেই কিছু হয়নাই সেইটা তুমিও যেমন জানো তেমনি সবাই জানে। এখন স্বামী উদাস আনন্দ চরম কাকের মত আঁতলামি করা বন্ধ কর। :-<
৮. ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চেয়ে বড় ?
=> তার আকাশ অবশ্যই তোমার চাইতে বড় তা না হইলে ঘুড়ি তোমার আকাশ ছাইড়া কখনই তার আকাশে গিয়া উড়াউড়ি করত না।
৯. বদলে দাও সমাজ। বদলে দাও দেশ।
=> আগে নিজে বদলাও এরপর সমাজ আর দেশরে নিয়া চিন্তা কর।
১০. উল্টা-পাল্টা ড্রেস পরিহিত মেয়েদেরকে ইভ-টিজিং করার অনুমতি দেওয়া হোক।
=> যে ইভটিজার সে উল্টাপাল্টা ড্রেস পরা মাইয়ারেও যেমন টিজ করে তেমনি ভদ্র মাইয়ারেও করে। শাক দিয়া মাছ ঢাকার ধান্ধা বন্ধ কর।
১১. কপাল খালি আমারে উশটা মারে
=> নাচতে না জানলে উঠানের দোষ। আগে ভালোমত নাচটা রপ্ত কইরা নাও দেখবা উঠান জায়গামতই আছে।
১২. আমরা স্মার্ট পোলাপান, প্রেম-টেম কইরা ঝামেলা বাড়াই না
=> এই যদি হয় স্মার্টের নমুনা তাইলে আনস্মার্ট কারা? প্রেম কর না ভাল কথা তাইলে কি গাঞ্জা খাইয়া মাঞ্জা মাইরা ঘুইরা বেড়াও নাকি?
১৩. পরীক্ষা তো ফাটায়া দিসি, কিন্তু নম্বর কেন কম পাইলাম বুঝলাম না
=> বইটা খুইলা খাতার লগে মিলাইয়া দেখো তাইলেই বুঝবা কোনটা রে কয় আগরতলা আর কোনটা রে কয় চৌকির তলা।
১৪. নিশি রাতে বদনা হাতে :p আড্ডা দিমু শব একসাথে :p
=> যার পেটে ট্রাবল হইবো তারে তোমার ডাকতে হইবো না সে নিজেই বদনা হাতে দৌড় লাগাইবো।
১৫. আসুন ৩২ টা দাঁত বের করে হাসি তবে দাত যেন খুইল্লা না পরে ।
=> মফিজের মত ভেটকানি বন্ধ কর। দাঁত খুইল্লা পড়ার আগে অন্যের জানের চিন্তা কর। কারন তোমার মুখের গন্ধে অন্তর আত্না উইড়া না যায়। :-& :-&
১৬. মেয়ে, তুমি কার? যখন যার ফোন আসে তখন কি তার ?
=> মেয়ে তোমার ও না তার ও না। মেয়ের বাপ মা যার হাতে মেয়েরে তুইলা দিবো শুধুই তার।
১৭. প্যান্টের উপর আন্ডারওয়্যার পরলেই সুপারম্যান হওয়া যায় না
=> গলায় গামছা আর লুঙ্গি কাছা দিয়া এর উপ্রে আন্ডারওয়্যার পইরা থাকলেই পেজ এডমিন হওয়া যায় না।
১৮. "যা ফুট, দূরে গিয়া মর"
=> খাউজানি উঠছে তোমার আমারে মলম লাগাইতে কও কেন? তুমি ফুইটা দূরে গিয়া মরো।
১৯. LAgbe na tor valobasha ! Firiye de amar I Love U
=> তোমার ভালবাসা ধুইয়া পানি খাওয়ার টাইম কারো নাই । ঐটা তোমারে অনেক আফেই ফিরাইয়া দিছে।
২০. পরীক্ষার ঝামেলায় পড়তে পারলাম না, অবশেষে fail
=> তাইলে ক্ষিদার ঝামেলায় খাওয়া দাওয়া ছাইড়া দাও। অবশেষে ডেড। :-<
২১. জুতা খুইলা মুজা দিয়া পিডামু ! ( :@ )
=> জুতা যে খুলবা ফিতা বান্ধা শিখছো? আগে ফিতা বান্ধা শিইখা আসো এরপর মুজা নিয়া আলোচনা করা যাইবো।
২২. ব্রয়লার মুরগীর লাহান ধলা হইলেই সুন্দরী হওন যায় না
=> মুরগী মুরগীই। রং দিয়া কি আর মুরগী চেনা যায়?
২৩. (love)জিনিসটা অনেকটা ফ্রেঞ্জফ্রাই এর মত,শুনতে অনেক হাইফাই,আসলে আলুভাজি
=> ধরেন গিয়া আপনে রিক্সায় বইয়া বইয়া কে.এফ.সির ফ্রেন্জ ফ্রাই খাইতেছেন। অহন পাশের রিক্সায় বসা একজনের লোভ হইলো খাইতে । তখন পাশে বসা দোস্তরে আঙ্গুল দেখাইয়া কইবো আরে ধুর বেডা কি খায়? এইডা তো আলুভাজি। এইডা একটা খাওয়ার জিনিস হইলো?
২৪. “হয়তো হাতের রেখায় তুমি নেই”
=> হাতের লেখায় সে নাই এইটা জানোই যেহেতু তাইলে আজাইরা সময় নষ্ট করতাছো কেন?
২৫. •|• ফেসবুকে আইলে পেত্নীরাও বিশ্ব সুন্দরী হইয়া যায় •|•
=> এর লাইগাইতো কই পেজ এডমিন টমি মিয়া থেইকা টম ক্রুজ হইলো কেমনে। :-&
২৬. ***Samne EXAM, Asen Golpo Kori***
=> সামনে এক্সাম দেইখা গল্প করতে চাইছো আর বিয়া হইলে কি করতে চাইতা এইডা কেডা জানে। নাউজুবিল্লাহ।
২৭. ফুলটাইম প্রফেশনাল বেকার
=> হাইকোর্টের সামনে নাইলে ফার্মগেটের ব্রীজের উপ্রে বইয়া পড়ো। স্বনির্ভর হইতে টাইম লাগবো না।
২৮. ।। রাগলে মাথা ঠিক থাকে না ।।
রাগের এক্সকিউজ বানানোর কি দরকার? ডিরেক্টলি কইলেইতো হয় তোমার মাথা এমনিতেও ঠিক থাকে না।
২৯. Amra Paglami Korleo Manush Valo ( আমরা পাগলামি করলেও মানুষ ভাল )
=> আরেক ফ্যান পেজের কথা মনে পইড়া গেলো। পাগলের সুখ মনে মনে টাকা ভেবে পাতা গুনে।
৩০. "আমরা এই যুগেও Single আছি"
=> কোন মাইয়া পাত্তা দেয়না দেইখা গার্লফ্রেন্ড খুঁইজা পাও না এইডা কইতে কি লইজ্জা লাগে নাকি? হুদাই ফাপড়ে কাপড় নষ্ট। :-& :-&
বি.দ্রঃ এই পোষ্ট যদি কারো কাছে অফেন্সিভ মনে হয় অথবা কারো লেঞ্জায় যদি আগুন ধরে তাহলে লেখক কোনভাবেই দায়ী নয়। কারন লেখক একজন "চশমখোর"!!!
প্রিয় বন্ধু ব্লগার রিয়েল ডেমোনের জন্মদিনে পোষ্টটি তাকে উৎসর্গ করা হল।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৩