আমি সাময়িক বিভ্রম, আমি তারুণ্যের বাধবাঙা উল্লাস!
আমি একজন হতাশ মানুষ, নিন্দুকের অবাধ মিথ্যাচার!
আমি প্রজন্মের হাহাকার, আমি জাতির করুণ আত্ম-চিৎকার!
আমি একজন কবি, প্রজন্মের মৌলিক দাবিদার।
আমাকে পাগল ভাবভার কোনো কারণ নেই, আমি নিষ্ঠুর নিয়তি!
আমার ভীষণ মন খারাপ লাগছে কিন্তু আমরা সুখি,
বিস্ময়কর; এবং হতাশ!
আমি মৃত্যুর প্রতিক্ষায় আছি, স্বাভাবিক মৃত্যুর!
হুট করেই কেমন বুকটা ফুটে হয়ে যেতে পারে,
গোলমেলে ট্র্যাফিক নিয়মের মাঝেই, হুট করেই-
পিষে যেতে পারে দেহ!
কবিরা কিছু পায় না, নারীকে কামনা করে; স্পর্শ পায় না।
কবি তার কাক্ষিত নারীকে পাবে, এ নিয়ম পৃথিবীতে নেই।
কবিরা ক্ষুধার্ত হয় না,
কারণ কবিদের পাকস্থলী নেই! এবং কবিরা ভীষণ রকম মূর্খ!
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০২০ সকাল ৭:৪৪