মধ্যবিত্তের হাজারো অপূর্ণতার সাক্ষী, এই শহর-
আজ ভালো নেই!
ধর্ষিতার আত্মচিৎকার শোনা শহরটা, আজ ভালো নেই!
কোলের শিশু ধর্ষনের চাক্ষুষ সাক্ষী, এই শহর;
আজ একটুও ভালো নেই!
আমার মায়ের সন্তান হারানোর আর্তনাদ শুনেও,
চুপটি করে থাকা শহরটা; আজ ভালো নেই।
বেলাবোসের মতো হাজারো হৃদয় ভাঙ্গার গল্প জানা শহরটা,
আজ ভালো নেই!
মেহেদির রঙ শুকায়নি এখনো,
নববধূর স্বামী হারানোর শোক জানা শহরটা;
আজ ভালো নেই!
আমার প্রিয়তমাকে, তিন কবুলে-
ধর্ষন করার বৈধতা দেওয়ার শহরটা; আজ ভালো নেই!
কৃষকের চাষের ন্যায মূল্য না দেওয়া শহরটা, আজ ভালো নেই!
শ্রমিকের ঘামের মূল্য পরিশোধ না করা শহরটা,
আজ ভালো নেই!
মেধার চেয়ে মামা, যোগ্যতার চেয়ে নোটের মূল্য দেওয়া শহরটা-
আজ ভালো নেই, একটুও ভালো নেই!
তবুও আমি চাই, খুব করে চাই; এ শহরটা ভালো হোক।
এবং খুব শীঘ্রই, যাতে মধ্যবিত্তের অপূর্ণতাগুলো পূর্ণতা পায়।
যাতে কৃষক, শ্রমিক তার ন্যায মূল্য পায়।
আমি এও চাই, এ শহরটায় ভালোবাসা পূর্ণতা পাক;
যাতে আর কারো হৃদয় না ভাঙে,
যেনো আর কাউকে বেলাবোস হতে না হয়!
হে ঈশ্বর, আপনি শহরটাকে ভালো করে দিন, ভালো করে দিন।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২০ রাত ১১:৪৮