সে হাঁটছে,ফুটপাথের কোলাহল_ব্যাস্ততা আর একশো বিশ ডেসিবল হর্নের তীব্র- শব্দকে থোরাই কেয়ার করে সে হেঁটে চলেছে নিবিষ্ট মনে ! ব্লগ জননী "জানা আপুর" সাথে একান্ত সাক্ষাৎকারে তার সম্ভাব্য আচরণ ভাষা ও আবেদন কেমন হবে সেটাই বোশেখি বাওকুরানির মতো ঘুরপাক খাচ্ছে আবেগি মগজে !
দীর্ঘ পথ ৷৷ নম্বর গাড়ীতে চলে অবশেষে যখন সামহোয়্যার ইনের অফিসে পৌছায় তখন সে স্বিন্ন পোষাকে খিন্ন !
সামু টিমের আন্তরিক আতিথেয়তায় মুগ্ধতার রেশ কাটতে না কাটতেই
“শরৎ” সঞ্চালনায় শুরু হল দারুন এক সাক্ষাৎকার পর্বঃ
শরৎ ঃ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে আসার জন্য।
জনৈক ; অনেক কৃতজ্ঞতা আপনাদের সবাইকেও ।
...................................................................
...................................................................
দ্রষ্টব্যঃ গতানুগতিক আলাপন/সাক্ষাৎকার শেষ না হতেই মাঝপথে কোনো এক বিশেষ প্রশ্নে এই বিশেষ ব্লগার প্রশ্নের উত্তর না দিয়ে নীরব হয়ে যায় ! সাক্ষাৎকার পর্বেরও সমাপ্তি ঘটে সেদিনের মতো ! বন্ধুরা কি আঁচ করতে পারছেন কারণটা…? (আইডিয়া থাকলে শেয়ার করুন)
পুনশ্চঃ সাক্ষাৎকার পর্বটি সম্পূর্ণ কাল্পনিক অথবা “ম্যাজিক রিয়েলিজম” !!
তিন বছর পূর্ণ হল । হ্যাপি ব্লগিং ।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১৬ রাত ১০:৫৫