অলস সময়
মনিটরে চোখ রেখে
দু আঙ্গুলের ফাঁকে অনবরত ঘূর্ণায়মান জেলপেন।
এক্সেল শীটের হিসেব মেলাতে ছটফট করে আমার
কর্পোরেট সময়
অবহেলিত এককাপ রং চা
পড়ে আছে ডেস্কের বাম পাশে ,
অবহেলিত হৃদয়ের মত চায়ের কাপ অনবরত
অভিমান জমা করে।
চায়ে কাপে আপাতত মন নেই
দু আঙ্গুলের ফাঁকে ঘূর্ণায়মান কলম প্রসব করতে চায় কবিতা ।
ছন্দের হিসেব মেলেনা
শব্দ গুলো বড় বেশী নাছোড়বান্দা
আর মাথার মধ্যে
জটলা পাকায়
কর্পোরেট হিসেব!
অভিমানী এককাপ রং চা অভিশাপ দেয়!
আপাতত চা নয়,
ছন্দ শব্দ আর আবেগ মেশানো গাঢ় এককাপ
কবিতার প্রয়োজন।
হবে নাকি এক কাপ কবিতা?
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২২ সকাল ৯:২৪