কক্সবাজার সমুদ্র সৈকত ঘেঁষা গেস্ট হাউজে তিনি বসে আছেন। তার বন্ধুরা সবাই সৈকতে চলে গেছে। তিনি যাননি। গেস্ট হাউজের বারান্দায় বসেই তিনি সমুদ্র উপভোগ করছেন ।
বিকেলের আলো সন্ধ্যার আঁধারে মিশে যাচ্ছে গাঙচিলের ডানায়। সমুদ্রের গর্জন, গাঙচিলের তীক্ষ্ণ চিৎকার , পড়ন্ত বিকেলের নিভু নিভু আলো আর ধেয়ে আসা দমকা হাওয়া। সব মিশে যেন অপার্থিব কোন আহবান।
তিনি গিটার হাতে নিলেন। ছয়টা তারে আঙুলের ছোঁয়ায় টিউনে বসিয়ে দিলেন অদ্ভূত এক লিরিক। তিনি টিউনটা আগে করে রেখেছিলেন, হয়ত অপেক্ষায় ছিলেন অদ্ভুত সেই লিরিকের।
বুয়েটের বন্ধুরা মিলে কক্সবাজারে যাচ্ছিলেন। তিনি যাবেন কিনা সেটা নিয়েও যথেষ্ট সংশয় ছিল। শেষমেষ বন্ধু শুভর পীড়াপীড়িতে রাজি হয়েছিলেন। শেষ মূহুর্তে যাচ্ছেন বলে তার গীটার নেওয়ার ব্যাপারে তেমন আগ্রহ ছিলনা বরং আপত্তি ছিল। তাই তার বন্ধু শুভ নিজেই একটা গিটার সাথে নিয়ে নেন। সেদিন শুভ গীটারটা না নিলে বাংলা ব্যান্ডের একটা ইতিহাস জন্য নিতো না। ঐ গীটারটা না নিলে হয়ত বাবনা করিম 'অবাক ভালোবাসা' নামের ইতিহাসটা সৃষ্টি করতে পারতেন না ।
বাংলা লেজেন্ডারি ব্যান্ড ওয়ারফেজের 'অবাক ভালোবাসা' রিলিজ পায় ১৯৯৪ সালে। গানটা লেখা, গাওয়া, সুর করা বাবনা করিমের।
কোন এক সাক্ষাৎকার বাবনা করিম শ্রোতাদের আহ্বান করেন কোনো এক রাতে সেই গেস্ট হাউজের ছাদে গিয়ে আকাশ দেখতে দেখতে গানটি শুনতে।
সেই গেস্ট হাউজের ছাদে গিয়ে আমার গানটা শোনা হয়নি। তবে প্রথম যখন সেন্টমার্টিনে প্রথম রাত কাটালাম , সব আলো নিভে গিয়েছিল, অদ্ভুত নিস্তব্ধতা আর অন্ধকার। সেই নিস্তব্ধতা ভেঙ্গে ক্ষণে ক্ষণে আছড়ে পরা ঢেউয়ের শব্দ আর চাঁদের রুপালী আলো সমুদ্রে মিশে এক আলোকিত আলোড়ন । যেন সব মিলিয়ে এক অপার্থিব জগতের সম্মোহন। তখন 'অবাক ভালোবাসা' নিবিড় ভাবে অনুভব করেছিলাম।
'অবাক ভালোবাসা' জীবন কে ভালোবাসার গান। নিবিড় করে অনুভব করার গান। গানের কথা, সুর, কম্পোজিশন, গভীরতা আপনাকে সেই জগতেই নিয়ে যাবে যে মোহ এবং মুগ্ধতা থেকে একজন বাবনা করিম গীটার হাতে লিরিক বসিয়েছিলেন।
সব আলো নিভে যাক আঁধারে
শুধু জেগে থাক ঐ দূরের তারা রা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়
শুধু জেগে থাক এই সাগর আমার পাশে
আহাহা, আহাহা...
আহাহা, আহাহা...
সব বেদনা মুছে যাক স্থিরতায়
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাঁড়িয়েছে মহাকাল এখানে
আহাহা, আহাহা...
আহাহা, আহাহা...
ছবিঃ ব্লগার মরুভূমির জলদস্যু। ছবিটা দেখে লোভ সামলাতে পারলাম না।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৯