একটা সময় ছিলো (ক্লাস ৪/৫) যখন আব্বা আমার সাথে আরো দুইটা বাচ্চাকে (প্লে/নার্সারি পড়ুয়া) প্রায় প্রতিদিন বিকালে রেললাইনের পাশে একটা মাঠে নিয়ে যেতেন ঘুরতে, আমার সাথে ওদেরকেও যখন চকলেট, চিপস, জুস ইত্যাদি কিনে দিতেন তখন আমার খুব হিংসে হতো, ভাবতাম এতোকিছু ওদের কিনে দেয়ার কি দরকার।
অথচ আজ পাশের বাড়ির বাচ্চাদেরকে আমি কিনে দেই। কিছু দিতে ভালো লাগে। তাদের নির্মল হাসি ভালো লাগে, এমন হাসি কবে হেসেছিলাম কে জানে।
এখন বুঝেছি, তাইতো তখন আব্বার উপর করা অভিমানগুলো এখন শ্রদ্ধা আর ভালোবাসায় পরিণত হয়েছে।
আব্বা অনেকদিন ধরে অসুস্থ, এখনো বাচ্চা দেখলে উঠে বসে, হাত বাড়িয়ে দেয় কোলে নেয়ার জন্য। আব্বার জন্য দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন পরিপূর্ণ সুস্থ করে আব্বাকে বাচ্চাদের মাঝে ফিরিয়ে দেন।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১০