সিরিয়ার শিশুদের রক্ত কত খাবে যুদ্ধ–জুয়াড়িরা?
ফারুক ওয়াসিফ
২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৫
ভাইটিকে কোলে নিয়ে আকাশপানে খোদার দিকে তাকিয়ে চুপচাপ মরে গেছে বোনটি‘আমি খোদার কাছে সব বলে দেব’ বলে অসম্ভব অভিমানে মরে গিয়েছিল এক সিরীয় শিশু। আরেক সিরীয় শিশু ভাবছিল, মরে যাওয়াই ভালো। কেননা, বেহেশতে তো না খেয়ে মরতে হবে না।.......।
আরাকান থেকে ইয়েমেন, ফিলিস্তিন থেকে সিরিয়ায় শিশুহত্যার উৎসব। যত রকমভাবে মানুষের শিশুহত্যা সম্ভব, এরা তার সবকিছুরই শিকার।.......।
..... সিরিয় শিশুদের এই মৃত্যু নিয়ে কবিতা লিখেছেন জনপ্রিয় সাহিত্যিক আনিসুল হক। তার শেষটা এই:
‘ট্রাম্প চাচ্চু, আমাকে হত্যা করো, প্লিজ
পুটিন আংকেল, আমার ঠিক মাথার ওপরে বোমা ছুড়তে বলো ওদের
লক্ষ্য যেন ভ্রষ্ট না হয়
আমাকে কবরে শুইয়ে দাও
আমাকে বেহেশতে পাঠিয়ে দাও
বেহেশতে আমার জন্য রুটি আছে
বেহেশতে আমার জন্য ঘুম আছে
বেহেশতে আমার জন্য নিরাপত্তা আছে
আব্বু আমাকে মেরে ফেলো
আম্মু আমাকে মেরে ফেলো
চাচ্চুরা আমাকে হত্যা করো...
করুণা করো করুণা করো করুণা করো
দোহাই করুণা করে আমাকে মারো
মেরে আমাকে বাঁচাও!’
ফারুক ওয়াসিফ: লেখক ও সাংবাদিক।
[তথ্য সূত্র: দৈনিক প্রথম আলো ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৫]
হে আল্লাহ, সিরিয়ার শিশুদেরকে তুমি রক্ষা করো।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪