অবশ্যই ভালোবাসা জীবন, সমাজ ও দেশের জন্য কল্যাণকর """ তাই দীর্ঘ্য জীবন লাভ ও সুন্দর সমাজ গঠনের জন্য ভালোবাসার প্রয়োজনীয়তা আবশ্যক।।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Love is Allah is the
Secret of your happiness. >>>>>>>
বৈজ্ঞানিক ভালোবাসা মানুষকে মহৎ করে। জৈবিক ভালোবাসা মানুষকে মদমত্ত করে। ভালোবাসার আকর্ষণ জোগাতে মানুষ অনেক কিছু করে থাকে। পৌরাণিক ভালোবাসার কাহিনীগুলো মানুষকে আবেগতাড়িত করে। রোমাঞ্চ সেখানে আধিপত্য বিস্তার করে। দৈহিক সৌন্দর্য ও আকর্ষণে বিমোহিত থাকে সে ভালোবাসা। এক ধরনের প্রত্যাশা বা আকাঙ্ক্ষার আকুতি মনের গহীনে লুকায়িত থাকে। মানুষিকভাবে ব্যক্তির শরীরের অভ্যন্তরে এক প্রকার উত্তেজনা, চাপ বা প্রেরণা সৃষ্টি করে ভালোবাসা। ভালোবাসার উত্তেজনা সৃষ্টি হয় আমাদের মস্তিষ্কের ডান পাশে। মস্তিস্কের এ অংশটি মানুষকে আবেগতাড়িত করে। ভালোবাসার তাড়নায় মস্তিস্ক থেকে নিঃসরিত রাসায়নিক পদার্থ. "ডোপামিন "" মানুষের মনে আবেগ উত্তেজনা সৃষ্টি করে। আরেক রসায়ন অক্সিটোসিন (Oxtyocin) মনকে করে উদ্বেলিত। প্রেমের নেশায় মন তখন উন্মত্ত। এক ধরনের মাদকতা মনকে আবিষ্ট করে। কাঙ্ক্ষিত মানুষটির জন্য মনের মণিকোঠায় বাসা বাঁধে এক ধরনের উম্মাদনা।। প্রেমপাগল এ মন তখন হয়ে ওঠে অস্হির। প্রেমের নেশায় বিভোর এ মন অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনার জন্ম দেয়। উত্তেজনা, আকাঙ্ক্ষা ও প্রাপ্তির হিসাব -নিকাশে তার থাকে বাঁধভাঙা উচ্ছ্বাস। মনের গভীরে দাগ কেটে যায় " কিউপিড ", দেবতার আকর্ষণ। রোমান্টিক ভালোবাসার প্রতীক "কিউপিড " দেবতার আর্শীবাদ পেতে মনের ব্যকুলতা মানুষকে বোকা বানিয়ে দেয়। মনের অজান্তে মন তখন "কিউপিড "দেবতার আনুগত্য মেনে নেয়। ফলে মন হয়ে উঠে অশান্ত। অস্হির। কুপ্রবৃত্তি এ মনকে ঘিরে রাখে সর্বক্ষণ। ভালো কোনো কাজ ও চিন্তা মন থেকে দূর হয়ে যায়। বুদ্ধিমান হয়ে যায় বোকা। এ ধরনের নৈরাজ্যকর উত্তেজনা মনকে হতাশায় নিমজ্জিত করে। মানসিক প্রত্যাশা পূরনে ব্যর্থ হলে এ মন বেছে নেয় আত্মহননের পথ। আসক্তি, মাদকাসক্তি, অসামাজিক আচরণে বিপর্যস্ত মন তখন বিপথগামী মনের পরিচিতি লাভ করে।
এ বিষাক্ত মন আমাদের কাম্য নয়। আমাদের মন ভালোবাসবে সবাইকে। প্রথমেই মনকে ভালোবাসতে হবে তার সৃষ্টিকর্তাকে। সৃষ্টিকর্তার ভালোবাসায় মন মগ্ন হলে মনের দীর্ঘায়ু লাভ হবে। সৃষ্টিকর্তার আদেশ নিষেধের ভালোবাসাই মনের সত্যিকার ভালোবাসা।
মনের তীব্র ঘনিষ্ঠতা, সংশ্লিষ্টটা ও নির্ভরশীলতার অনুভূতি একমাত্র আল্লাহকে কেন্দ্র করেই গড়ে উঠবে। এ মন হবে আল্লাহ নির্ভর। বিজ্ঞান নির্ভর। সমাজ নির্ভর। পরকাল নির্ভর।
সুন্দর পৃথিবীর জন্য মন হবে সত্য নির্ভর। সত্যের সাথে, পথে এ মন পাড়ি দেবে সাগর -মহাসাগর। কল্পনা বিলাস কিংবা রোমান্টিকতার মোহ থেকে মুক্ত থাকবে এ মন। সত্য মন সত্যের বাহক হবে। সত্য প্রকাশে, সত্য প্রতিষ্ঠায় এ মন থাকবে মহানায়কের ভূমিকায়।
সুন্দর রমণীর হৃদয় জয়ের আবেগ থাকবে না এ মনের মণিকোঠায়। ভোগ -বিলাসের গড্ডলিকা প্রবাহে ভাসবে না এ মন। সমাজ গড়ার কারিগর হবে এ মন। সমাজকে ভালোবাসবে এ মন। এ মনের নেতৃত্বে থাকবে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাঃ।
মুহাম্মদ সাঃ -এর জীবনাচার হবে এ মনের আর্দশ। এ মনই আধুনিক মন। স্মার্ট মন মানেই আদর্শিক মন। পিতামাতার ভালোবাসায় সিক্ত হবে এ মন।
আল্লাহকে ভালোবাসা, রাসূল সাঃ কে ভালোবাসা, পিতামাতাকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা, স্ত্রী -সন্তানকে ভালোবাসা -------- এসবই হচ্ছে উত্তম ভালোবাসা।
এ ধরনের ভালোবাসা মানুষকে সুস্হতা দান করে। সুস্হতা মানুষকে দীর্ঘায়ু করে।
এ ভালোবাসা জীবন, সমাজ ও দেশের জন্য কল্যাণকর।
এ ভালোবাসাই শ্রেষ্ঠ ভালোবাসা।
সুখী হতে হলে ভালোবাসা চাই।।
(( তথ্য সংগ্রহে বিজ্ঞান ভিত্তিক কিছু বই ও ইসলামিক সাইকোথেরাপি ফিচার, ইত্যাদি))।।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৫