পেছনে ফেলে এসেছি আমি
চন্দ্রমাখা নরম আলো হাজার নখত্রের রাত ,
উদ্ভাসিত আলোর কত না প্রভাত ।
ফেলে এসেছি আমি
মাটির বুক চেরা উদ্ধত বীজের চারা
কত শত সবুজ প্রাণ ,
শতছিন্ন চৌচির মাটি , রোদে ঝলসানো খড়কুটো নাড়া ।
ফেলে এসেছি আমি
আকাশের বুকে পালতোলা কত সহস্র মেঘমালা
টুপটাপ কিবা অঝোরে ঝরা কালো শ্রাবণের শীতল বৃষ্টিধারা ।
ফেলে এসেছি আমি
ঝাঁক বাধা ব্যাঙ ,মাছের সাঁতরানো তরুণ পোনা
কত সহস্র উড়ন্ত পাখির ঝাপটানো সাদা ডানা
ফেলে এসেছি আমি
উষ্ণতা ভরা মায়ের আঁচল , মমতার কত বর্ষীয়ান সান্ত্বনা
হাওয়াই মিঠাইয়ের মত মিলিয়ে যাওয়া রঙ্গিন প্রেম
না পাওয়া আর হারিয়ে ফেলার কত ফোঁটা চোখের জল
বিষাদের যন্ত্রণা
ফেলে এসেছি আমি
শত বেস্ততা আখাঙ্খা স্বপ্নের ফুলঝুরি
কত বাজার , বন্দর স্রোতস্বিনী নদী ,
গড়ে ওঠা কত নতুন খোলসের নগরী ।
আমি বয়ে চলি সময়ে সময়ে
পৃথিবীর ঘাঁটে পথে
অতীতের আমি বর্তমানের আমার ভবিষ্যতে ...