দিবা-রাত্রি প্রতিনিয়ত ভাবনায় আমার; খুকি
শেষ বেলায় ছেড়ে গেল আমায় একা রাখি।
তখন শুধু একটি প্রশ্ন মনে জায়গা করে নিতো,
খুকি তোরে ছাড়া এই প্রাণ আমার রবে তো?
না জানি কেমনে বাচব তোরে ছাড়া।
মৃধু হাসি দিয়ে খুকি যখন শুকতারা টি দেখত,
পাসে পাহারাদার সুধাকরও যেন লজ্জা পেত।
খুকিরে, বহমান হাওয়া যেন আলতো ছুয়ে যেত।
জানো...
খুকির মনে অনেক যাতনা মা তার হারিয়েছে শৈশবে
বাবা হয়ে সঙ্গী ছিলাম আমি তার কৈশরে।
সদ্য খুকির হয়েছিল পথ চলা শুরু,
কেন জানিনা...?
শুখতারাটিতে মিলিয়ে নিয়েছে খুকিরে গুরু।
অগ্রে করেছিলাম কি দোষ জানা নেই।
ঈশ আমারে দিয়েছে শুধু অনলের মত আয়াস,
তবু বেচে থাকার জন্য আজ আমার বৃথা প্রয়াস।
প্রতিপত্তি বিনাশ আমার একলা পথ চলি,
পুলিন হারা পথিক হয়ে সবাইরে শুধু-
অতিতের কথা বলি।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ রাত ২:১৪