কবিতাঃ নিশ্চুপ প্রতিশোধ
সড়ক এ পড়ে থাকতে দেখেছি তোমারে
গাঁ ছিমছিম করছিল আমার,
লোহিত বর্ণে টলমল-
কেশর যেন ছড়িয়ে আছে তোমার।
বুঝেছি সে দিন...!
ভালোবাসা কারে কয়,
ভালোবাসা রাঙ্গিয়ে তোলা কিছু মুহূর্ত
ক্ষণিক এর জেগে উঠা কিছু অভিনয়।
লেগেছে মিছেকান্নাই ভাসছে-
আমার দুই আঁখি, কিন্তু না-
বুঝেছি স্ফূতর্ত আমার শেষ
তুমি দিয়েছ মোরে ফাঁকি।
মিনতি আমার রাখবে জানতাম
ভাবিনি রাখবে এভাবে,
আজ নিজেকে ক্ষমা করতে পারবো... বাকিটুকু পড়ুন