মাঝে মাঝে দূঃস্বপ্নে ভাসি, উড়ি সারা আকাশ জুড়ে,
আর-
যাই হারিয়ে যেথায় আকাশ মিলায় সে সুদূরে।
কিছু কিছু নির্ঘুম রাত; অহেতুক তারা গুনা-গুনি,
তার-
চিলেকোঠার বারান্দায় পায়ের আওয়াজ শুনি।
বাউন্ডুলে এই জীবন যেনো বড়ই ছন্নছাড়া,
জানি না-
কোন প্রহরে এক হৃদয় পাবে হৃদয়ের সাড়া।
মিলছে না কিছুতেই জীবনের এই সমীকরণ,
হয়তো-
হতেও পারে, এই পথচলা একলা -আমরণ!!!
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৫৩