প্রশ্নঃ জরিনা তার বাচ্চার চেয়ে বয়সে ২১ বছরের বড়। ৬ বছর পর জরিনার বয়স তার বাচ্চার বয়সের ৫ গুন হবে। তাহলে জরিনার স্বামী এখন কোথায়?
(বিঃদ্রঃ আপনারা মনে করতে পারেন, এটা শুধুই একটা মশকরা। কিন্তু এই প্রশ্নের আসলেই একটা গাণিতিক সমাধান আছে।)
সমাধানঃ
মনে করি,
জরিনার বর্তমান বয়স ‘ক’ এবং বাচ্চার বর্তমান বয়স ‘খ’।
সুতরাং, ক= খ+২১......(১)
৬ বছর পর জরিনার বয়স তার বাচ্চার বয়সের ৫ গুন।
সুতরাং,
ক+৬= ৫x(খ+৬)
বা, খ+২১+৬= ৫খ+৩০ [ ১নং তে, ক= খ+২১ ]
বা, খ+২৭= ৫খ+৩০
বা, ৪খ= -৩
অতএব, খ= -(৩/৪)।
তাহলে, বাচ্চার বয়স –(৩/৪) বছর বা -৯ মাস। অর্থাৎ ৯ মাস পর বাচ্চা পৃথীবিতে আসবে।
সুতরাং, জরিনার স্বামী এখন তার সাথে তাদের বিছানায়।
উত্তরঃ জরিনার স্বামী তার সাথে তাদের বিছানায়।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৯