কোন এক সচেতন ব্যাচেলরকে প্রশ্ন করা হলোঃ
প্রশ্নঃ আপনি কেমন মেয়ে বিয়ে করতে চান?
উত্তরঃ এমন একটা মেয়ে যে দেখতে সুন্দর হবে, মোটামুটি হলেও চলবে; তবে নম্র-ভদ্র হতে হবে, শশুর-শাশুড়ীকে সম্মান করবে, আমার ছোট ভাই বোনকে স্নেহের চোখে দেখবে। সবচেয়ে বড় কথা আমাকে বিশ্বাস করবে।
সম্পূরক প্রশ্নঃ আপনি কি তাকে সব ব্যাপারে পুর্ণ স্বাধীনতা দিবেন?
উত্তরঃ অবস্যই। তবে একটা বিষয় বাদে।
প্রশ্নঃ কি সেটা?
উত্তরঃ তাকে কোনো প্রকার হিন্দি বা বাংলা সিরিয়াল দেখার স্বাধীনতা দেওয়া হবে না।
প্রশ্নঃ খুব ভালো উদ্দ্যোগ। তবে তাতে কি তার ব্যক্তি স্বাধীনতে হরণ হবে না?
উত্তরঃ আরে রাখেন আপনার ব্যক্তি স্বাধীনতা। যে মেয়ে কিনা সিরিয়াল এ আসক্ত তার মাঝে কি আপনি উপরের গুণগুলা একসাথে কোন দিন খুইজা পাইবেন? কখনোও না। আর পাইলেও একটা পাবেন না, সেইটা হইলো বিশ্বাস।
মন্তব্যঃ কথা কিন্তু সত্য।