কবিতা,
তুমি কেন এতো দুর্বোধ্য?
সহজ দু'চারটে শব্দে,
তোমাকে লিখতে চাই,
তাতে কী তোমার ভীষণ রাগ?
.
সবাই যদি আমায় বুঝে-ই ফেলে,
কী দাম থাকলো আমার?
এতো সস্তা হলে,
বিশেষজ্ঞরা কী নিয়ে লিখবে?
.
কবিতা,
তুমি কী শুধু বিশেষজ্ঞদের-ই হবে?
সাধারণ যে মানুষ-
হাটে-ঘাটে-মাঠে নিত্য আসে যায়,
সংসারের এটা-ওটা কিনে,
তাদের কী তোমার একটুও ভালো লাগে না?
.
হতে তো চাই সবার,
কবি যে মানে না।
সে চায়-
আমি হই একটি বিশেষ শ্রেণির,
থাকি ওই দূর আকাশের তারাটির মতো;
মাটির কাছাকাছি এলে,
ছুঁয়ে দেবে যে ওই ধূলিমাখা শিশুটা,
ছুঁয়ে দেবে খালি গায়ের ওই রিকশাওয়ালাটা,
আমার জাত কী তাতে থাকবে?
.
কবিতা,
এতো অহংকারী হয়ো না,
আসো মাটির কাছাকাছি,
আমার ছোট্ট ঘরে,
আমার বধূয়ার হাসি হয়ে,
আমার শিশুটার কান্না হয়ে, হাসি হয়ে;
লুটোপুটি খাও ওই রোদ ঝলমল বারান্দায়।
কিংবা ভরা পূর্ণিমায় জোছনা হয়ে,
লুটিয়ে পড়ে কারো আঙিনায়।
........
মো. শামছুল ইসলাম
২৩ অক্টোবর ২০১৮