ধাপ
একটা ধাপ পেরেলেই,
পরম অনন্ত সুখ,
কিংবা চরম অনন্ত দুখ।
.
সেই ধাপটা কখন
পেরোবে,
কেউ তা জানে না।
.
একটা মাত্র ধাপ,
তারপর তার কাছেই,
চলে যাওয়া -
কেউ তা জানি না,
দেখা তিনি দেবেন কি-না?
.
একটা মাত্র ধাপ,
অনন্তের পথে যাত্রা,
তারপর সব চূড়ান্ত,
পরম সুখ
কিংবা
চরম দুখ,
কেউ তা জানে না। বাকিটুকু পড়ুন
