( অনেক দিন পর কাউকে ভেবে কিছু লিখলাম । আমার প্রিয় একজনের জন্য । গল্প কবিতা মাথায় আসে না তাই লিরিক্স । :!> কেউ সুর করে দিলে কৃতজ্ঞতা । সুরের প্রয়োজনে গানের কথা পরিবর্তন / পরিমার্জন করা যাবে । ধন্যবাদ । )
কিছু শব্দ পায়ে পায়ে হেঁটে
কিছু বিষণ্ণতা শরীরে সেঁটে
ধুসরতা পেরিয়ে অন্য আকাশে
বিরূপ বাতাস আর কুয়াশায় ভেসে ।
তার কাদাজল উঠোনে মন পাহারায়
অহর্নিশ জেগে রয়
যদি আমায় ভেবে আজকে তার
মন খারাপ হয় ।
কিছু ভুল জমে থাকে এখনও আঁচলে
কিছু স্মৃতি জল হয় আজও পলকতলে ।।
যে না পাওয়া তার গহীনে ঘুমায়
যদি ফিরে তা আধ খোলা জানালায় ।
এই শব্দেরা সুর হয়ে মন পাহারায়
অহর্নিশ জেগে রয়
যদি আমায় ভেবে আজকে তার
মন খারাপ হয় ।
ঘাসের গায়ে শিশিরের মতো নির্জন বেঁচে থাকা
কিছু রুপকথার দিন আজও ডেকে আনে নিঃসঙ্গতা ।।
যেসব শূন্যতা তার গহীনে ভাবায়
যদি কড়া নাড়ে তা বন্ধ দরজায় ।
এই শব্দেরা সুর হয়ে মন পাহারায়
অহর্নিশ জেগে রয়
যদি আমায় ভেবে আজকে তার
মন খারাপ হয় ।
আপডেট ঃ গানটি প্রিয় হাসান মাহবুব ভাই সুর করে দিয়েছেন । তার কাছে আবারও অসম্ভব কৃতজ্ঞতা । গানটি শুনতে এখানে ক্লিকান !