আমি তো রুদ্র পলাশের রক্তিম যন্ত্রনা
ভোগ করে যাচ্ছি....
আমার তো কাউকে দুঃখ দেবার কথা নয়।
শিউলি বোটায় জমান করুন জাফরানী কষ্ট,
পাখীদের কন্ঠে লালিত যত অভিমান,
কলম ছুয়ে বেড়িয়ে আসা শতাব্দীর শোকগাথা;
নির্জন নিমগ্ন রাতে সকল বেদনা আমার
জেগে ওঠে পূর্ণ কোলহলে!
আমার তো কাউকে দুঃখ দেবার কথা নয়;
অতৃপ্ত ফাগুনে তোমার দেয়া আগুনে
আমি তো ভালোই আছি ।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:০২