(চোখের জলের মূল্য দিবেন,
কবিতার সমালোচনা করবেন)
************************************
তুনি নাকি আমার চোখের গভীরতা মেপেছিলে!
সেখানে নাকি অনেক জল-
হেসে হেসে আশেপাশে তাই বলেছিলে।
আমি আড়ি পেতে শুনেছিলাম,
চোখের পাতায় শুধু দুলেছিলাম।
বুঝি নাই তোমার কথার মানে,
এখন শুধু এই দুটি চোখ জানে!
তোমার দেওয়া রঙ্গীন ফুলে,
ভিজিয়ে রেখেছি চোখের জলে।
ফুলগুলো তবু শুকিয়ে গেল,
চোখের জল শুকালো না।
হৃদয়খানি ভেঙ্গে গেল,
চোখের পানি ফুরোলো না।
তোমায় আমি চেয়েছিলাম দারুণ চোখের জলে,
লাশকাটা ঘরে আজ তাই শুয়ে আছি
নিদারুণ চোখের জলে।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫৬