[নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের অন্যতম সংগঠক, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম-এর আহ্বায়ক, নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা রফিউর রাব্বি’র জ্যেষ্ঠ সন্তান তানভীর মুহাম্মদ ত্বকী]
আমরা অনেক দুঃখ, বেদনা এবং ক্ষোভের সাথে জানাচ্ছি যে একদিন আগে আমরা যে বালকটির হারিয়ে যাবার বার্তা দিয়েছিলাম সে আর পৃথিবীতে নাই। আজ সকাল নয়টায় কুমুদিনী ওয়েলফেয়ার সংলগ্ন নদী তীরে এক মাঝি তার মৃতদেহ অর্ধনিমজ্জিত অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়।
তার জানাজার নামাজ বাদ মাগরীব নারায়ণগঞ্জ আমলাপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে ।
আপনারা ছেলেটির জন্যে দোয়া করবেন।
শেয়ার করুন ছড়িয়ে দিন। কাল যে লাশটি পাওয়া যাবে সেটা কার হবে তা আমরা কেউ জানি না। প্রশাসনের কাছে আমাদের দাবী যাতে যথাযথ পদক্ষেপ নিয়ে প্রশাসন খুনীদের সনাক্ত করে গ্রেফতার করে। গনসচেতনতা গড়ে তুলুন। আপনার যথাযথ প্রতিক্রিয়ায় রক্ষা পাবে অনেক তরতাজা জীবন
[ফেসবুক থেকে শেয়ার]