সাজ পোশাকের ঠিক নেই,তার পড়নের।
ভর্তি ছাড়া,অটোই শুরু পড়াশুনা,
ক্রমেই যাচ্ছে শেষ হয়ে সব ক্লাস গুনা।
নুন আনতে পান্তা পুড়োয় যার ঘরে রোজ
সে নেয়; খুব করে ওই আকাশের খোঁজ
বুঝে না সে,স্বপ্ন কঠিন দিনের শেষে,
হাত ধরে তাই,অচিন বহু: ভালোবেসে।
আধপেটা আর ফাঁকা পকেট চরম করে,
ধমকিয়ে যায় রোজই কঠিন গরম করে
নিজের মনকে বোকা রেখে তবু হাটে,
যুদ্ধ চলুক,জয়-পরাজয় যাহাই ঘটে।
নাহ;
চাকর-বাকর হওয়ার কোনো চান্সই নেই
দু'এক গাছি চুল পেকেছে সে সুযোগেই!
সমাজ তখন মুখ বাঁকিয়ে ভিষণ হাসে,
হাত ছেড়ে যায়,কাছের মানুষ অনায়াসে।
হায়,অনেকদিনের পর,
দুইটি খামে: তারই নামে- দুইটি খবর!
চাকর হওয়ার সুযোগ এলো;
আর প্রিয়সী পর!
অনেক চেয়েও অধরাকে' যায় নি ধরা,
বুক পকেটে টাকা ভর্তী,বুকের ভিতর খরা!
বেলা শেষে সন্ধ্যা নামে সাজ আকাশে,
মানুষ কি আর একাকি রয়,দিনের শেষে?
শুনো:
তার হয়েছে ঘর,
সমাজ তাকে ভালোই বলে,
থেমে গেছে ঝড়।
সে ছেলে কে,জানো?
কোনো একদিন দেখা হলে
বলো:
'জয়' বেঁচে আছো,এখনো?
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:৪২