বন্দী ছিল কিছু দিন,
ওড়ে গেছে মুক্ত হয়ে;
প্রজাপতি দিন আজো রঙ্গীন!
সিআরবি আর সমুদ্রতট,
ডিসি হিলের ভর দুপুর,
কাপ্তাই লেক,কর্ণফুলি,
দিন গুলা কি নয় মধুর!?
সানমারের ঐ ফুড কর্ণার,
দুই কামরার ছোট্ট ঘর,
উদর ফুর্তি হোক বা না হোক,
মনটা ছিল জরােজর!
শেষ বিকেলের এক্সাম হল,
বৃষ্টি-স্নাত মুখ গুলো,
কেমন যেন যাচ্ছে ধুয়ে-
কালের ক্লান্তি,সুখ গুলো!
স্বপ্ন সিঁড়ির সাধ ছিল না,
বাধ ছিল না স্বার্থের,
জাত-পাতের বাছ ছিলনা,
ভয় ছিল আর্তের!
এখন যেন কেমন করে,
দেয়াল উঠে গেছে,
ভুলেই যেতে নেই সংকোচ,
কে দূরের আর কাছে!?
বন্ধনটা হয়রে ফিঁকে,
স্বার্থ যেথায় রয়যে টিকে,
ভালোবাসা কেঁদেই হেরে যায়!
মানুষগুলো ক্ষনে-ক্ষনে,
বদলায় রং মনে মনে,
তবুও কি যায় সে ভুলা দিন?
থেকেতো যায় স্মৃতিরই পাতায়!
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৬