বছর দুয়েক আগে পুরান ঢাকার বন্ধু-প্রতীম এক তরুন শিল্পী গোষ্ঠী কে ফার্মগেটের পার্কে বসে একটা লিরিক লিখে দিয়েছিলাম...
আজ হঠাৎ সেই খাতাটি খুঁজে পেলাম... জানিনা ওরা এখন কে কোথায় আছে, জানিনা ওরা লিরিকটা মনে রেখেছে কি না...
.............................
বেলাতে কিংবা সাঁঝে,
যেখানেই থাকি,
খুঁজে পাই তোমাকে সুখ-স্বপনের মাঝে।
আলো বা আঁধারে,
নদী কিংবা পাহাড়ে,
তুমি যেন আছো মিশে মনের সীমানায়,
দূরে বহুদূরে,
সারা পৃথিবীটা ঘুরে,
বারবার শুধু ফিরে আসি তোমারই কিনারায়...
তুমি আমার চঞ্চলতা,
প্রতিটি কাজে,
যেখানেই থাকি,
তোমাকেই খুঁজে পাই সুখ-স্বপনের মাঝে...
জোছনা রাতে,
চাঁদেরই সাথে,
পাশে থাকো তুমি আমার গল্প-সাথী হয়ে,
তোমারই হাসিতে,
বাতাসের বাঁশীতে,
ভালোবাসা নাচবে তোমার শাড়ির আঁচল বয়ে...
তুমি আমার স্বর্গ-গন্ধ্যা,
মনেরই ভাঁজে,
যেখানেই থাকি,
তোমাকেই খুঁজে পাই সুখ-স্বপনের মাঝে...