আজ বারান্দা ছুয়ে ইচ্ছে বৃষ্টি নেমেছে।
আকাশটা বার বার চমকে উঠছে।
তবু আমি নির্লিপ্ত হয়ে বসে আছি মেঝেতে।
আমিতো এমন ছিলাম না,
কত তুচ্ছ বেপারে রাগ অভিমান করেছি।
আর আজ,
মেঘের গরজন ও যেন নাড়াতে পারছেনা আমায়।
আমি পাথর হয়ে গেছি,
ঠিক পাথরের চেয়েও অধিক পাথর।
ঠিক ততটাই কঠিন যতটা হলে বৃষ্টির শব্দে বসে থাকা যায় অপলক হয়ে শুন্য পৃথিবীর নিরবাক চিলে কোঠায়।।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৪